সহীহুল বিহারী (১-৭ খণ্ড)
সম্পাদকীয়
ভারতীয় উপমহাদেশে যেসব কালজয়ী মুহাদ্দিস ইলমে হাদিসের খেদমত করেছেন তাদের মধ্যে মালিকুল উলামা ওয়াল মুহাদ্দিসুল কাবীর, আল্লামা শাহ্ মুহাম্মদ যফারুদ্দীন বিহারী (রহ.) অন্যতম। তাঁর কালোত্তীর্ণ সংকলন “সহীহুল বিহারী” আছার এবং সুনান সংক্রান্ত সুবিশাল গ্রন্থসমূহের একটি; যা সাত খণ্ডে বিভক্ত। এ কিতাবে হানাফি মাযহাবের গুরুত্বপূর্ণ অসংখ্য মাসয়ালা হাদিসে পাকের আলোকে তুলে ধরা হয়েছে। সিহাহ সিত্তাহসহ প্রসিদ্ধ হাদিসের কিতাব গবেষণা করে হানাফি ফিকহের গুরুত্বপূর্ণ মাসয়ালার স্বপক্ষে বর্ণিত হওয়া হাদিসসমূহ লেখক এ কিতাবে সন্নিবেশিত করেছেন।
মহান রবের দয়া ব্যতীত এ ইলমি বিশাল খেদমত আনজাম দেয়া সাধারণ কোন আলেমের পক্ষে করা সম্ভব নয়। হাদিস বর্ণনা করে কিতাবের নাম উল্লেখের পাশাপাশি লেখক চেষ্টা করছেন হাদিসের মান আলোচনা করার জন্য; বাকি থাকা কিছু কিছু প্রকাশক মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর টীকায় তথ্যপুঞ্জির সাথে উল্লেখ করেছেন।
লেখক সহীহুল বিহারী (১-৭ খণ্ড) এ কিতাবের ১ম খণ্ডে ভূমিকায় ৩৭টি খুবই গুরুত্বপূর্ণ উসূলে হাদিসের নীতিমালার আলোচনা দিয়ে কিতাবটি শুরু করেছেন এবং সপ্তম খণ্ডে প্রিয় নবী (দ.)’র রওজা যিয়ারতের আলোচনা দিয়ে কিতাবের ইতি টেনেছেন।
সহীহুল বিহারী (১-৭ খণ্ড) এ কিতাবে মোট ৯৯ টি অধ্যায় (বিষয়) এবং ৯২৮৬টি হাদিস রয়েছে। মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, উচ্চতর গবেষক, খতিব, সুন্নাহ প্রেমিকদের কিতাবটি হাতে রাখা জরুরী; কেননা এতে দৈনন্দিন জীবনে আমরা যে মাসআলাগুলো সচারাচর বলে থাকি-, তা এতে হাদিসের আলোকে সুনিপুণত্বে তোলে ধরা হয়েছে।
বি:দ্র: সহীহুল বিহারী (১-৭ খণ্ড) বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Nur Uddin –
অসাধারণ গ্রন্থ। বাংলা ভাষাভাষীদের জন্য অত্যন্ত দরকারি বই।
Anish uddin sardar –
খুবই ভালো পেলে অনেক উপকার হত