ইশকুল অব লাভ
“ভালোবাসার একটা অন্যরকম মোহ আছে। তাঁর ভালোবাসার মোহে আচ্ছন্ন থাকার কারণে, নানামুখী রঙিন পার্থিব হাতছানি উপেক্ষা করা সহজ হয়েছে। তাঁর মহব্বতের ঘোরে কোন ফাঁকে দীর্ঘ জীবন কেটে গেছে, টেরও পাইনি। তিনি আমাকে যেভাবে ভালোবেসেছেন, আমি তার ছিঁটেফোটাও পারিনি। মানুষটা চোখের আড়াল হলেই মনটা কেন যেন সারাক্ষণ ধুকপুক করতে থাকত। তিনি বলতেন, আমি কিছু জানি না। তাঁর ধারণা সঠিক নয়।
আমার জীবনে সবচেয়ে বড় ভ্রান্তিটা তিনি ‘কিছু না জেনেই’ সংশোধন করে দিয়েছিলেন। মাদার তেরেসার ভুলচিন্তায় প্রভাবিত হয়ে, যিশুর সাথে কল্প বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে, কুমারী অবস্থায় চার্চে জীবন কাটানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছিলাম। নানদের কথামতো চার্চকে ‘ইশকুল অব লাভ’ বলে বিশ্বাস করেছিলাম। এমন মহান ‘ইশকুলে’ ভর্তি হতে পারছি বলে কৃত্রিম তৃপ্তি পাওয়ার ভান করেছিলাম। অথচ মানুষটা ‘কিছু না জেনেই’ আমাকে ভুয়া ‘ইশকুল অব লাভ’ থেকে ছাড়িয়ে, সত্যিকারের ‘ইশকুল অব লাভে’ ভর্তি করার জোরদার ব্যবস্থা নিয়েছেন।
তিনি আমার অনুসন্ধানে লেগে না থাকলে, আমি আজ কোথায় থাকতাম? তিনি আমার ভুল সিদ্ধান্তকে পরম ভালোবাসা আর প্রশ্রয়মাখা ধৈর্যে না বদলালে, আমি হয়তো ‘তিন খোদার পূজারি’ মুশরিক হয়ে মারা যেতাম। স্বামী ও সংসারই একজন নারীর প্রকৃত ‘ইশকুল অব লাভ’।
ভালোবাসার ইশকুল। প্রাণের ইশকুল। জীবনের ইশকুল। ভ্রান্ত উপাস্যের সাথে কল্পছদ্ম বিয়ের মাধ্যমে, চার্চের পাষাণ দেয়ালের অমানবিক অন্ধকারে হাতড়ে মরাকে সুস্থ স্বাভাবিক জীবন বলা যায় না। বিয়ে আর সংসারই শরীয়াহ অনুমোদিত ‘ইশকুল অব লাভ’। স্বামী-সংসার ছাড়া অন্য কিছু নারীকে যথাযথ নিরাপত্তা দিতে পারে না। সুখ দিতে পারে না। স্বস্তি দিতে পারে না। আরাম দিতে পারে না।”
বি:দ্র: ইশকুল অব লাভ বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.