সালাফদের কুরআনচর্চা
কিছু কিছু বই থাকে, যেগুলোর প্রতিটি পৃষ্ঠা হয়ে ওঠে আত্মার খোরাক। ড. আবদুল্লাহ ইবনে হুসাইন মাওজান রচিত ‘হালুস সালাফ মাআল কুরআন’ তেমনই একটি গ্রন্থ—যা পাঠককে শুধু তথ্য নয়, অনুভব দেয়; দেয় কুরআনের প্রতি ভালোবাসায় নিমগ্ন এক শ্রেষ্ঠ প্রজন্মের জীবন্ত ছবি।
এই বই আমাদের স্মরণ করিয়ে দেয় সেই সোনালি দিনের কথা—যখন মানুষ কুরআনের সাথে শুধু সম্পর্ক রাখত না, বরং কুরআনের আলোয় পথ চলত, নিশুতি রাতে কুরআনের সুরে কান্নায় ভিজিয়ে দিত বুক, আর দিনের আলোয় তেলাওয়াত করে নিজের অন্তরকে পবিত্র করত। যারা কুরআনকে জীবনের দিশারি করে নিয়েছিল, তাদের সাধনা, ভালোবাসা, আত্মনিবেদন আর ত্যাগের কথাই সাবলীলভাবে উপস্থাপন করেছেন লেখক।
যারা একনিষ্ঠভাবে কুরআন হিফজ, তেলাওয়াত, সম্মান ও চর্চাকে জীবনের মূলমন্ত্র বানিয়েছিলেন—তাদের জীবনচিত্র, অনুভূতি, এবং সাধনার বর্ণনা উঠে এসেছে এ বইয়ের পাতায় পাতায়। লেখক কুরআনমুখী একটি সমাজ ও প্রজন্মের চিত্র এঁকেছেন—যেখানে কেউ দিনে একবার, কেউ দিনে দু’বার, আবার কেউ কেউ মাগরিব ও এশার মধ্যবর্তী সময়েই পুরো কুরআন খতম করে ফেলতেন! এ ইতিহাস শুধু গৌরব নয়, বরং এক বিশুদ্ধ প্রেরণা, যা আজও জীবন্ত হয়ে ওঠে হৃদয় জাগাতে।
গ্রন্থটির কাঠামো অত্যন্ত সুচিন্তিত ও পরিকল্পিত। বইটির প্রথম অধ্যায়ে কুরআনের প্রতি সম্মান, তেলাওয়াতের শিষ্টাচার ও কুরআনের গভীর চিন্তায় সালাফদের নিমগ্নতা তুলে ধরা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে স্থান পেয়েছে সালাফদের ব্যতিক্রমী তেলাওয়াত-অভ্যাস, স্বপ্নে কুরআনপ্রেমীদের মর্যাদা এবং কুরআন খতম সম্পর্কিত বিভিন্ন মাসআলা ও ফতোয়ার আলোচনাসমূহ। লেখক একদিকে যেমন অতীতের প্রামাণ্য বর্ণনা হাজির করেছেন, তেমনি বর্তমান প্রজন্মের জন্য রেখেছেন উজ্জ্বল প্রেরণা।
বি:দ্র: সালাফদের কুরআনচর্চা বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.