জিনজাতির বিস্ময়কর জগৎ
জিনজাতি আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি। এই পৃথিবীতে মানুষ সৃষ্টির আগে জিনদের বসবাস ছিল। আল্লাহ তাআলা তাদের ধোঁয়াবিহীন আগুন থেকে সৃষ্টি করেছেন এবং দিয়েছেন আশ্চর্য সব ক্ষমতা। মানবসমাজের অসম্ভব অনেক কিছুই জিনদের জগতে নিতান্ত স্বাভাবিক ঘটনা। তারা আমাদের দেখতে পায়, আমরা তাদের দেখতে পারি না। তারা আমাদের ব্যাপারে প্রায় সবকিছুই জানে, সেই তুলনায় আমরা তাদের ব্যাপারে খুব কমই জানি।
জিনদের জীবন, জগৎ, ইতিহাস, কার্যকলাপ সবই মানুষের অগোচরে ও জ্ঞানের বাইরে। এ সম্পর্কে যতটুকু জানা যায়, তা কুরআন-হাদিসের বিশুদ্ধ বর্ণনার মাধ্যমে। জিনদের রয়েছে সমাজজীবন, ধর্ম-সংস্কৃতি ও শ্রেণিবিভেদ। পাপ-পুণ্যের হিসাব-নিকাশ তাদেরও হবে। কুরআন-হাদিসের আলোকে জিনজাতির ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে এ বইয়ে।
জিনজাতির বিস্ময়কর জগৎ
বি:দ্র: জিনজাতির বিস্ময়কর জগৎ বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
মুফতী আনহার আহমদ আরকামী –
বইটা পড়লাম। খুবই চমৎকার ও আকর্ষণীয়। জিন জাতি সম্পর্কে মনে অনেক প্রশ্ন ছিল, অনেকগুলো সমাধান হয়েছে।আলহামদুলিল্লাহ।
তাফসির পড়ানোর সময় ছাত্ররা জিন জাতি নিয়ে অনেক প্রশ্ন করে, যার উত্তরগুলো কোরআন হাদিসের আলোকে এ-ই কিতাবে উল্লেখ করা হয়েছে।
কিতাবটি অনেক উপকারী বলে আমার মনে হয়েছে।
আল্লাহ তায়ালা লেখক এবং সংশ্লিষ্ট সবাইকে কবুল করুন এবং এখলাসের সাথে দ্বীনের বহুমুখী খেদমত করার তাওফিক দান করুন।