যে পথে আমার ঠিকানা
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন সিরাতে মুসতাকিম সম্বন্ধে কথা বলছিলেন। একপর্যায়ে সকলের সহজতার জন্য উদাহরণ পেশ করলেন। সাহাবি এবং পরবর্তী যুগের সকল মানুষের উদ্দেশে বললেন,
‘মনে করো— একটি সোজা পথ আছে; যার দু’পাশে রয়েছে দু’টি দেয়াল। দেয়াল দু’টিতে বিদ্যমান অনেকগুলো খোলা দরজা। দরজাগুলো পর্দা দিয়ে ঢাকা। এমন একটি পথের মাথা থেকে একজন আহ্বায়ক হাঁক ছেড়ে বলছে— ‘’হে লোকসকল, তোমরা এই সোজা পথে প্রবেশ করো।‘’
আরেক লোক পথের মাঝে দাঁড়িয়ে পাহাড়া দিচ্ছে। যখনই কেউ দু’পাশের কোনো দরজা খোলার চেষ্টা করছে, তখনই সে বাধা দিয়ে বলছে— ‘’তোমার জন্য আফসোস! এই দরজা খুলবে না, এটা খুললে তাতে প্রবেশ করে বসবে!‘’
এরপর নবিজি বললেন,
‘সোজা পথটি ইসলাম। দু’পাশের দু’টি দেয়াল হলো আল্লাহর নির্ধারিত সীমানা। খোলা দরজাগুলো দিয়ে উদ্দেশ্য আল্লাহর হারামকৃত বিষয়াদি। পথের মাথার আহ্বায়ক আল্লাহর কিতাব। আর পথের উপর বা মাঝখান থেকে যে বাধা দিচ্ছে, সে হচ্ছে আল্লাহর পথের উপদেশদাতা, যে প্রত্যেক মুমিনের অন্তরে আল্লাহর স্মরণ জাগায়’।
অনুরূপ আরেকটি হাদিস উল্লেখ করে নবিজি তেলাওয়াত করেন,
‘আর এ পথই আমার সরল পথ। কাজেই তোমরা এর অনুসরণ কর এবং বিভিন্ন পথ অনুসরণ করো না, করলে তা তোমাদেরকে সরল পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে (ফলে তোমরা পথভ্রষ্ট হবে)।
সুরা আনআম, আয়াত: ১৫৩। মুসনাদে আহমাদ: ৪/১৮২।
বি:দ্র: যে পথে আমার ঠিকানা বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.