বুনোগন্ধের জীবন
বুনোগন্ধের জীবন’ লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা ও অন্তর্গত মননের শিল্পভাষ্য। আনন্দ-বেদনার অবিরাম জোনাকি প্রবাহের মধ্যে কাটে মানুষের ধাবমান জীবন। পার্থক্য হলো, অন্যরা কেবল পেরিয়ে যায়, মাড়িয়ে যায়, আর যে লেখক সে যেতে যেতে ফিরে তাকায় দীর্ঘ ছায়ার দিকে, মুগ্ধ হয় ঘাসের বুনোগন্ধে, শিশিরের আর্দ্রতায় অবলোকন করে এবং ছবি আঁকে। এ বইটিও তাই। এখানে গদ্যের ভেতর মূর্ত হয়ে আছে জীবন ও অবলোকনের এক আশ্চর্য ছবি-আছে আনন্দ, আছে বৈভব।
শব্দের পর শব্দ সাজিয়ে বাক্য গেঁথে উপমা ঢেলে অমিয় সৃজনে জুবায়ের রশীদ নির্মাণ করেন ধ্রুপদি গদ্য। লাল দালানের মতো যা সুদৃঢ়, ভোরের আকাশের মতো কোমল আর বিস্তীর্ণ সুষমার অধিকারী। আমাদের সময়ের তরুণ গদ্যশিল্পীদের মধ্যে ভাস্বর হয়ে আছে তার নাম। অসম্ভব আত্মনিবেদিত, প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে লেখার মান, পরিধি, বিষয়ের বৈচিত্র্য, উপস্থাপনার শৈলী প্রশংসাযোগ্য। ‘বুনোগন্ধের জীবন’ আরো অধিকতর জোছনালোকিত করবে লেখকের এই বৈশিষ্ট্য।
বি:দ্র: বুনোগন্ধের জীবন বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.