বুবুনী কোথায়
শিশির বললো,
-স্কুল বন্ধ করে দিলে আমরা বাসা থেকে বের হবো কীভাবে?
-চুপ কর গাধা। বাবা-মা’কে বোঝাতে হবে। নইলে নানান জায়গায় ছাত্রদের মেরে ভর্তা বানায় কবরে পাঠায় দিবে আর তোরা আম্মুর কোলে বসে চিকেন ফ্রাই খাবি।
শিশির চুপ করে গেলো।
-শোন, আমাদের সবার বাসাই তো আজিমপুরে, স্কুলের আশেপাশে। স্কুল বন্ধ হয়ে গেলেও আমরা সবাই সবার বাসা থেকে কবরস্থানের সামনে একত্র হবো। তারপর সব ছাত্ররা যেখানে আন্দোলন করছে সেখানে চলে যাবো।
এইবার তোরা হাত তোল দেখি, কে কে যাবি আমার সাথে?
প্রথমে কেউই হাত তুললো না, সবার আগে হাত তুললো মৃদুল। লেদু বকর মৃদুলের পিঠে একটা চাপড় দিয়ে বললো,
-সাবাস বাঘের বাচ্চা!
বি:দ্র: বুবুনী কোথায় বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.