আমেরিকা মুসলিমদের আবিষ্কার
বইয়ের সংক্ষিপ্ত পরিচিতি
ইসলাম-ফোবিয়া যখন আমেরিকায় মুসলিমদের উপস্থিতিকে হুমকি হিসেবে দেখায় আর পামেলা গেলারদের স্লোগান হয়—আমেরিকা থেকে মুসলিম খেদাও, তখন আমেরিকায় মুসলিমদের শিকড় সন্ধান করতেই হয়। অভিবাসীদের দেশ আমেরিকায় মুসলিম-শিকড় অনেক গভীরে। ইউরোপীয়রা আমেরিকায় আসে গণহত্যা, দখল আর মহামারি নিয়ে। মুসলিমরা এসেছিল তাদের আগে এবং নিয়ে এসেছিল শান্তি, মহত্ব ও সম্প্রীতি। তারা আমেরিকা আবিষ্কার করেছিল কলম্বাসের অনেক আগে।
আমরা যখন বলি ‘আমেরিকা : মুসলিমদের আবিষ্কার’, তখন মুসলিমদের আগে আমেরিকায় আগত বিভিন্ন জাতির অস্থিত্বকে ভুলে যাই না। তারা এসেছিল এবং হারিয়ে ফেলেছিল বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ। মুসলিমরা সৃষ্টি করেন সামুদ্রিক যোগাযোগ-রোড। রচনা করেন বিভিন্ন ম্যাপ ও পথের নির্দেশনা। কলম্বাস সে রোড দিয়েই ভারতে যেতে চেয়ে পৌঁছে যান আমেরিকায়। তার চেতনায় লুকানো ছিল নৌ-ক্রুসেড।
পশ্চিমা ইতিহাস কলম্বাসের যাত্রাকে গ্রাহ্য করেছে, মুসলিমদের আবিষ্কারকে চেপে গিয়েছে বেমালুম। এ বই গোপন সেই ইতিহাসকে সামনে নিয়ে আসার প্রয়াস। নৌ-ক্রুসেড এবং আমেরিকায় এর নির্মমতার দিকেও চোখ রেখেছে বইটি। নিয়ে এসেছে আমেরিকায় মুসলমানদের হাজার বছরের কালপঞ্জি।
বি:দ্র: আমেরিকা মুসলিমদের আবিষ্কার বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Muhibbullah Bin Atik –
বই: আমেরিকা মুসলিমদের আবিষ্কার।
লেখক: মুসা আল হাফিজ।
কিছুদিন পূর্বে যখন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান ঘোষণা করেন আমেরিকা মুসলিমদের আবিষ্কার, সেদিন অমুসলিমদের পাশাপাশি অনেক মুসলিমও হতবাক হন। এটি আবার কিভাবে সম্ভব?
এ কথা সত্য যে পৃথিবীতে বিজয়ীরাই নিজ হাতে ইতিহাস রচনা করেন। পশ্চিমা সভ্যতা বিজয়ী হওয়ার পর তারা নিজেদের মত করে ইতিহাসকে সাজিয়েছে। লুপ্ত করে দিয়েছে মুসলিম সভ্যতার গৌরব মাহাত্মের অসংখ্য নিদর্শন। এর মধ্যে সবচে বেশি লুপ্তির শিকার হয়েছে কলম্বাসের আগে আমেরিকায় মুসলিম সভ্যতার অধ্যায়।
মুসলিম ঐতিহাসিক ও স্কলারদের দায়িত্ব ছিলো হারিয়ে যাওয়া এই ইতিহাসকে পুনরুদ্ধার করা। তাই খ্যতিমান গবেষক মুসা আল হাফিজ তার এই গ্রন্থে বহু ঐতিহাসিক সুত্র ও প্রমানপঞ্জির মাধ্যমে দৃঢ়তার সাথে প্রমাণ করেছেন তার প্রতিপাদ্য বিষয়। তিনি অনেক গভিরে গিয়ে নৌ-ক্রুসেড এর খোলস উন্মোচন করেছেন এবং কলম্বাসের ক্রুসেডিয় চেতনাকে প্রমাণ করেছেন। আমেরিকায় প্রাচীন মুসলিম জনগোষ্ঠির উপর পরিচালিত এথনিক ক্লিনজিংকে সামনে নিয়ে এসেছেন। যার ফলে আন্দালুসিয়ার মত মুসলিম সভ্যতার দু:খজনক আরেকটি ট্রাজেডি উন্মোচিত হলো। এর মাধ্যমে পশ্চিমা ঐতিহাসিকদের চিত্রিত ইতিহাসকে চ্যলেঞ্জ করা হলো।
“ প্রফেসর ড:বেরি ফিল এর বিখ্যাত saga america 1980 গ্রন্থ উন্মোচন করেছে প্রাচীন আমেরিকায় মুসলিমদের শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠার প্রসঙ্গ। ১৯৮৩ সালের ১২ জুলাই three rivers press থেকে বইটি প্রকাশিত হওয়ার পরে আমেরিকার বুদ্ধিবৃত্তিক মহলে তৈরি হয় ভিন্নরকম বিতর্ক। ড:ফিল বিভিন্ন বৈজ্ঞানিক যুক্তি, প্রত্নতাত্তিক নিদর্শন ও ঐতিহাসিক বিশ্লেষণের মাধ্যমে দেখান, প্রি-কলম্বিয়ান আমেরিকায় অন্তত দশটি স্থানে মাদ্রাসার অস্তিত্ব ছিলো। সবচে প্রসিদ্ধ মাদ্রাসা ছিলো নেভাদা, নিউ মেক্সিকো, কলোরোডা ও ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে। এ সব মাদ্রাসা প্রতিষ্ঠার অনুমিত সময়কাল ৭০০ থেকে ৮০০ খ্রিস্টাব্দের মধ্যে। ড:বেরি ফিল প্রাচীন দস্তাবেজ নকশা দ্বারা এটাও প্রমান করেন যে প্রাচীন আমেরিকায় মাদ্রাসা শিক্ষা লাভ করেছিলো প্রভূত প্রসার ও উন্নতি ”
“ আমেরিকার বিখ্যাত ঐতিহাসিক s.frederick starr আল বেরুনিকে আমেরিকা আবিষ্কারের জনক বলে অভিহিত করেছেন। কারন তার কাছ থেকেই প্রথম নতুন পৃথিবী বা আমেরিকা মহাদেশের উল্লেখ পাওয়া যায়। ”
“ বিখ্যাত World Bulletin পত্রিকায় ৪ জানুয়ারি ২০১৪ সালে Muslim scholar discovered america 500 years before Columbus শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। ”
“ বিশ্বকে চমকে দিয়েছে ক্যালিফোর্নিয়ার প্রত্নতাত্তিকরা। তারা নওদা মডিস ট্যাংক, গ্রামস এলাকায় যেসব প্রত্নতত্ত আবিষ্কার করেছেন তাতে তারা বলতে বাধ্য হয়েছেন যে, হিজরি প্রথম শতকে অর্থাৎ খ্রিস্টিয় সপ্তম শতাব্দীতে আরবিয়রা আমেরিকার মাটিতে কেবক পা ই রাখেননি; দীর্ঘকাল আধিপত্যও বিস্তার করেছিলো! ”
কলম্বাস আমেরিকা আবিষ্কার করে আধুনিক বিশ্বকে চমকে দিলেও তার কয়েকশো বছর পুর্বেও আমেরিকায় মুসলিম সভ্যতা বিরাজ করেছে এবং হিজরি প্রথম শতকে মুসলমানরা আমেরিকা আবিষ্কার করেছে। বিভিন্ন ঐতিহাসিক সুত্র ও দলিল দ্বারা বিখ্যাত গবেষক মুসা আl হাফিজ দৃঢ় প্রত্যয়ের সাথে তা প্রমাণ করেছেন।
বইটির প্রতিটি লাইন থেকেই জানা যাবে সেই সব সত্য ও চেপেরাখা ইতিহাস যা পশ্চিমা ও ইউরোপিয়রা ইতিহাসের পাতা থেকে বিলুপ্ত করে দিয়েছে।তাই সত্য ও সঠিক ইতিহাস জানতে বইটি ব্যাপক আবদান রাখবে ইনশা আল্লাহ।
বইটিতে যে সকল সোর্স থেকে রেফারেন্স দেওয়া হয়েছে তার অল্প কিছু এখানে দেয়া হলো…….
Saga of America= ড.বেরি ফিল।
আর.এইচ.মেজর ক্রিস্টোফার কলমাবস:ফর ব্যয়োগেস্ট টু দি নিউ ওয়ার্ল্ড।
টু আমেরিকা এন্ড এরাউন্ড দ্যা ওয়ার্ল্ড= এম এ হারভার্ড
দি লিগ্যাসি অব ইসলাম = জে এইচ ক্রেমার্স।
দি ক্রুসেড: দি ফ্লেইম অব ইসলাম =হ্যারন্ড ল্যাম্ব
মুসলিম হিস্ট্রি এন্ড সিভিলাইজেশন= এহসানুল করিম।
আল মুকাদ্দিমা= ইবনে খালদুন।
বুক অব নলেজ অব দ্যা ওয়ার্ল্ড= এলিমেন্ট মারখাম।
দি অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অব কার্টোগ্রাফি= জে বি লাউফ।
আমেরিকা আবিস্কারে মুসলমান = বাসার মইনুদ্দিন।
বিজ্ঞানে মুসলমানদের অবদান = মো:নূরুল আমিন।
বশ্ব সভ্যতায় মুসলিম অবদান = নূরুল হোসেন খন্দকার।
ভাই এইখানে অল্প কিছু রেফারেন্স উল্লেখ করলাম।আর মুসলিম স্কলারদের উল্লেখ করা সম্ভব না।কারন তাদের রেফারেন্স অসংখ্য….