আল্লামা সাঈদী একটি সোনালি ইতিহাস
আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রহ.- বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নাম। এই নাম বাংলার জমিন ছাপিয়ে বিশ্বময় ছড়িয়ে পড়েছে।
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহ. ছিলেন এক অনন্য মানুষ, অনুপম ব্যক্তিত্ব। দ্বীনের সমঝ ও যথোপযুক্ত উপস্থাপনে তিনি ছিলেন অনন্য, আদর্শের প্রতি কমিটমেন্টে তিনি ছিলেন প্রথম কাতারের সেনাপতি। সেইসাথে সাহস, ত্যাগ-কুরবানি, ব্যক্তিত্ব ও রুচিশীলতায় তিনি অগ্রগামীদের অন্যতম।
এককথায় বাংলার জমিনে আল্লামা সাঈদী ছিলেন ইসলামের একজন আদর্শ দাঈ ইলাল্লাহ, সুদক্ষ রাজনীতিবিদ, প্রাগ্রসর সংগঠক ও জননন্দিত জননেতা।
আল্লামা সাঈদী রহ. যে অপরিমেয় প্রেরণা, আদর্শ, কুরবানি আমাদের জন্য রেখে গেছেন, সে ঋণ অপরিশোধযোগ্য। তাঁকে যথার্থভাবে স্মরণ, অনুসরণ ও দুআর মাধ্যমেই কেবল সেই ঋণের সহস্রভাগের একভাগ বা তারও কম হয়তো গুছতে পারে। তাই আমাদের প্রত্যয় হোক—আল্লামা সাঈদীর জীবন, কর্ম ও আদর্শের বার্তাকে আমরা ছড়িয়ে দেবো সবুজ বাংলাদেশে।
বি:দ্র: আল্লামা সাঈদী একটি সোনালি ইতিহাস বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Md Atikur Rahman –
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আমার একজন প্রিয় মানুষ কাল কিয়ামতের ময়দানে হুজুরের সাথে যেনো আল্লাহ আমাকে জান্নাতে দেখা করিয়ে দেন,হে আরসের মালিক আল্লাহ আপনি আপনার বিচার এই বাংলার জমিনে দেখিয়ে দেন যারা হুজুর কে অন্যায় ভাবে হত্যা করেছে জালিমদের কে আপনি ধ্বংস করে দেন,, হে আল্লাহ আমি বিড়ালের মতো ৫০০ বছর বেচে থাকতে চায় না সিংহের মতো এক ঘন্টা বাচতে চায় আমিন