হে যুবক জান্নাত তোমার প্রতীক্ষায়
হে যুবক! তোমার রবের দিকে ফিরে এসো। ফিরে এসো জান্নাতের পথে। ফিরে এসো সফলতার পথে। তুমি ফিরে এসো সুখ-শান্তির পথে।
হে যুবক! জীবনে অনেক গুনাহ করেছো! অনেক পাপ করেছো! অনর্থক কাজে নিজের জীবনের মহামূল্যবান সময় নষ্ট করেছো!
হে প্রিয় যুবক! তোমাকেই বলছি—এখন কি সময় হয়নি তোমার তুমি তোমার রবের দিকে ফিরে আসার! এখনো কি সময় হয়নি তোমার প্রভুর দিকে প্রত্যাবর্তন করার! ঐ দয়ার প্রভু তোমার দিকে তাকিয়ে আছে। ঐ জান্নাত তোমার প্রতিক্ষা করছে। জান্নাতের হাজারো নেয়ামত তোমার প্রতিক্ষায়ই আছে। তোমার প্রভু তোমাকে তার দিকে অনুতপ্তের জন্য ডাকছে।
হে যুবক! তুমি পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলেছো! পৃথিবির এমন কোনো খারাপ কাজ নেই তুমি করোনি, তুমি মনে মনে ভাবছো—আল্লাহ তায়ালা তোমাকে ক্ষমা করবেন না? তুমি কি আল্লাহর রহমতের ব্যাপারে নৈরাশ হয়ে গেছো? না যুবক, এমনটা নয়; পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ তায়ালা ইরশাদ করেন-
إِنَّمَا التَّوْبَةُ عَلَى اللَّهِ لِلَّذِينَ يَعْمَلُونَ السُّوءَ بِجَهَالَةٍ ثُمَّ يَتُوبُونَ مِن قَرِيبٍ فَأُولَٰئِكَ يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا.
“জেনে রাখুন, আল্লাহ সেসব লোকদের তাওবাই কবুল করেন, যারা না জেনে বা ভুল করে মন্দ কাজ করে ফেলে এবং পরক্ষণেই ভীষণ অনুতপ্ত হয়ে তওবা করে; এরাই সেসব লোক যাদের তাওবা আল্লাহ কবুল করেন। আর আল্লাহ তো সর্বজ্ঞানী ও প্রজ্ঞাময়।” [সুরা নিসা : ১৭]
.
বি:দ্র: হে যুবক জান্নাত তোমার প্রতীক্ষায় বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না

টার্নিং ভার্সেস
রমযানুল মুবারক
ডানামেলা সালওয়া
প্রজন্ম ক্ষুধা
তালেবে এলমের দিনরাত
সালাতের মধ্যে হাত বাধার বিধান
কষ্টিপাথর
হজ্জ উমরা ও যিয়ারত (ফাযায়েল মাসায়েল ও আদায় পদ্ধতি)
আবু বকর আস-সিদ্দীক রাযিয়াল্লাহু আনহু: জীবন ও কর্ম (১ম ও ২য় খন্ড)
তাফসীর আহসানুল বায়ান
বরকতময় রমজান
রমযান মাসের ৩০ আসর
জাহান্নামের ভয়াবহ আযাবের বর্ণনা
ফিরে এসো নীড়ে
পূর্ণাঙ্গ মাক্সূদুল মু’মিনীন বা মু’মিনের ব্যবহারিক জীবন 
Newaz Sharif –
Wonderful book for recent generation.
Newaz Sharif –
This book is very helpful for our young generation.