হুজুর হয়ে হাসো কেন?
হুজুর হয়ে হাসো কেন বইটি ‘হুজুর হয়ে’ টিমের একটি অসাধারন রম্য রচনা । একটা সময় ছিল যখন অনলাইন জগত ছিল সেকুলাঙ্গারদের কবলে, ইন্টারনেটে কেউ ইসলাম নিয়ে কথা বললে সবাই ছেঁকে ধরত। এরপর আসলো একটা সময় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা চাইলেন তাঁর দ্বীনের কথা অনলাইনে ছড়াক, তাই তিনি তাঁর কিছু বান্দাকে এই কাজে নিয়োজিত করলেন। কিন্তু দেখা গেল যখন মুসলিম ভাইয়েরা বুদ্ধিমত্তার সাথে যুক্তিতর্কের মাধ্যমে সেকুলাঙ্গারদের ধরাশায়ী করতে লাগলেন তখন সেই সেকুলাঙ্গাররা কুযুক্তি আর হাসি-ঠাট্টার মাধ্যমে আলোচ্য বিষয়গুলো থেকে মানুষদের দূরে সরিয়ে নিতে লাগলো। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার ইচ্ছায় তাঁর এমন কিছু বান্দার আবির্ভাব ঘটলো যারা সেকুলাঙ্গারদের হাসি-ঠাট্টার জবাব হাসি-ঠাট্টার মাধ্যমেই দিবে, কিন্তু দু’পক্ষের মাঝে মৌলিক কিছু পার্থক্য থাকবে।
হুজুর হয়ে টিম
অনলাইন জগতে ‘হুজুর হয়ে’ এমনই একটি দল যারা এই কাজটি সুনিপুণভাবে করে যাওয়ার চেষ্টা করছে। সময়টা এমন এসেছে যে মিডিয়ার কল্যাণে (নাকি অকল্যাণে?) মানুষ এত নেতিবাচক বিষয় চারিদিকে দেখে যে তারা হাসি-ঠাট্টার মাধ্যমে বাস্তবতা থেকে দূরে থাকতে চায়। তাই ‘হুজুর হয়ে’ চেষ্টা করলো হাসি-ঠাট্টার মাধ্যমেই জনসাধারণকে বাস্তবতায় ফিরিয়ে আনার জন্য। তারা হাসির ছলে আমাদের সমাজের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আর অসংগতিগুলো তুলে ধরছে যেগুলো আমরা অনেকেই উপলব্ধি করি না বা করলেও মুখ ফুটে কিছু বলতে পারি না। তাদের প্রচেষ্টা এমনই হয় যেন প্রত্যেক কাজেই কিছু না কিছু শিক্ষামূলক থাকে এবং সঠিক পথনির্দেশ পাওয়া যায়। হুজুর হয়ে টিমের সকল বই ভিজিট করুন এখানে
তাদের এই উদ্যোগ যেন অনলাইনেই সীমাবদ্ধ না থাকে এবং অফলাইনের মানুষও যেন এ থেকে উপকৃত হতে পারে সেজন্য ‘সমর্পণ প্রকাশন’-এর উদ্যোগে এবং শাইখ আলী হাসান উসামা-র শার’ঈ সম্পাদনায় প্রকাশিত হচ্ছে ‘হুজুর হয়ে’ টিমের রম্য রচনা সমগ্র ‘হুজুর হয়ে হাসো কেন?’। আমরা দু’আ করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা এর মাধ্যমে রসবোধসম্পন্ন চিন্তাশীল মানুষদের ইসলাম সম্পর্কে আগ্রহী করে তোলেন এবং একে তাদের হিদায়াতের মাধ্যম বানিয়ে দেন।
বি:দ্র: হুজুর হয়ে হাসো কেন? বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না

ফিলিস্তিন বেঁচে থাকার লড়াই
অনুসরণীয় তারা
খাদিজা (রাঃ) : প্রথম মুসলমান এবং শেষ নবী মুহাম্মাদ (সাঃ)-এর বিবি
ধেয়ে আসছে ফিতনা
মানবতার-নবী
মুক্তিপথের দিশা
নবীজির মেহমান
সাইয়িদ কুতুব ও ফি যিলালিল কুরআন
বিশ্বনবী মুহাম্মাদ সাঃ এর জীবনাদর্শ
বিশ্বনবীর একশত একক বৈশিষ্ট্য
আলোর কাফেলা সমগ্র (১-৩ খণ্ড একত্রে)
জীবন ও কর্ম : উসমান ইবনে আফফান রা. (১-২ খন্ড)
গায়রত : মুমিনের হারানো অলংকার
শরিয়তের দৃষ্টিতে ঈদে মিলাদুন্নাবী 
Alamgir Hossain Manik –
হুযুর হয়ে হাসো কেন?
বইটা হাতে পাওয়ার এক দিনের মধ্যে পুরো বইটা গিলে শেষ করে ফেলেছি।এটা এতই দারুন বই যে কয়েক পৃষ্ঠা পড়ার পর বুঝলাম এটা এক নিঃশ্বাসে শেষ করা ছাড়া আর কোন উপায় নেই।প্রতিটি কথা,প্রতিটি ঘটনা,প্রতিটি সাক্ষাৎকার পড়ছিলাম আর মনে মনে খুব হাসছিলাম।হুযুর হয়ে এত বিনোদন দিচ্ছে বইটা আমাকে যে কখন হাসতে হাসতে পেটে ব্যথা শুরু হয়ে গেলো টেরই পেলাম না।
কিছু কাল্পনিক ঘটনা আর কিছু বাস্তবিক ঘটনা নিয়ে বইটি রচিত।প্রতিটা ছোট ছোট প্রবন্ধে বইটার লেখকেরা অসাধারন কিছু সত্য পাঠকের সামনে তুলে ধরেছেন যেন পাঠক একদিকে মজাও পায় আবার অন্যদিকে সত্যটাও জেনে নিতে পারে।
চারিদিকে বিদয়াত,ইহুদী-নাসারার কৃষ্টি কালচার অনুসরনের হিরিক লেগে আছে আমাদের সমাজে।এর পাশাপাশি মুসলমান – মুসলমান ছোটখাট কিছু ব্যাপার নিয়ে দ্বন্দ্ব।তাদের যুক্তি বিতর্কের মাঝখানে চাপা পড়ে যাচ্ছে আসল সত্যটাই।সকল সত্যগুলো বইতে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যেন কেউ মনে কষ্ট না পায় আবার সত্যগুলো উদঘাটনের ব্যাপারগুলো হাস্য রসিকতার সাথে ফুটিয়ে তোলা হয়েছে।
সবমিলিয়ে এক অসাধারন সত্য অনুসন্ধানী বই এটি।পাশাপাশি হাস্য রস -রসিকতা তো আছেই।সাবধান! বইটা পড়তে বসার আগে পেট ক্লিয়ার রেখে বসবেন।পরে হাসতে হাসতে যেন কোন দুর্ঘটনার সম্মুখীন না হন।