তাবলিগ জামাতের কারগুজারি
তাবলিগ জামাতের কারগুজারি “মাকে হত্যায় উদ্যত যুবকের ঘটনা”
মরক্কোর একটি ঘটনা। একটি জামাত গাশতে বের হয়েছিলো। তারা একটি গোরস্তানের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলো, দুটি যুবক সেখানে বসে মদপান করছে। সাথীদের মধ্যে একজন বললো, এদেরকে দাওয়াত দেওয়া উচিত। আরেকজন বললো, এরা এখন মদের নেশায় চুড় হয়ে গেছে। কোনো অঘটন ঘটাতে পারে। প্রথমজন বললো, চলো যাই, মারলে মারুক। এই বলে তারা কাছাকাছি হলে একমদ্যপ পালিয়ে গেলো, আরেকজন বসে রইলো। তার হাতে মদের বোতল ধরা ছিলো। একসাথী তাকে এই অবস্থায় তাকে দ্বীনের দাওয়াত দিলো। সে চুপচাপ শুনতে থাকলো। একপর্যায়ে সে মদের বোতল দূরে ছুড়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে চলে গেলো।
তাবলিগ জামাতের কারগুজারি তিনদিন পরে খুঁজে খুঁজে যুবকটি সেই মসজিদে এলো, যেখানে জামাত অবস্থান করছিলো। সে এসে বললো, আপনারা আমার ওপর কত বড় অনুগ্রহ করেছেন, তা কি আপনারা জানেন? আমার বাবা একজন খারাপ মানুষ ছিলেন। আমি তার একমাত্র ছেলে, আমিও নানান অপরাধে জড়িয়ে পাড়লাম। বাবার সম্পত্তি দু’হাতে উড়াতে থাকলাম। আমার বড় একটি বাড়ি ছিলো, শেষ পর্যন্ত সেটাই বেচে দেবার ইচ্ছে করলাম; কিন্তু আমার মা আমাকে বাধা দিলো। তখন এক বন্ধু পরামর্শ দিলো, মাকে খুন করে পথের কাটা দূর করার জন্য। আমি বললাম, এ তো বড়ো কঠিন কাজ। সে বললো, তুমি মদপান করো। তারপরে নেশা হয়ে গেলে এটা আর কঠিন হবে না। তার পরামর্শমতো আমরা দু’জনে মদপান করতে বসেছিলাম। আপনারা এসে আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়েছেন। মাতৃহত্যার পাপ থেকে আমাকে হেফাজত করেছেন।
বি:দ্র: তাবলিগ জামাতের কারগুজারি বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
এস এম রেজাউল কবির –
খুব ভালো বই
এস এম রেজাউল কবির –
খুব ভালো বই , বইটি আমার পছন্দ হয়েছে।