অন্তর্জালের নাগরিক
ক’টি মাকড়সার জাল আছে
একটা মৃত্যুর আওয়াজ দেখা যায় তোমার চেহারায়
ওখানে অনেকটা বিষের মতো ভূমধ্যের প্রলয়ংকারী
বিষাদের কালো ছাপ লেগে স্ফিংসের মাথার ভগ্নাংশে
নতুন রামসিসের বংশধর জেগে ওঠে।
এক চোখা বিষধর স্বদন্তওয়ালা জানোয়ারের লালায়
নীলনদের আরও গভীর নীলে জ্বলাময়ী প্রবেশ শেষে
জামাল নাসেরের প্রেতাত্মারা এখানে নতুন চারায় পানি দেয়।
ধীরে বেড়ে উঠে নতুন সৈন্যবাহিনী তরতর করে।
জালুতের সিন্দুকের অতলে প্রবাহমান শক্তিধর পতনের চেয়েও
আরও বুঝি দ্রুত গতিতে পশ্চিম এগিয়ে আসছে।
বেখবর এই উপমহাদেশ এখনও স্বপ্নের জাল বুনছে
গুনছে স্বপ্নের অবগাহনে আরও ক’টি মাকড়সার
পরীক্ষিত উপায়ে দক্ষ ডাক্তার দিয়ে নতুন করে আবারও
খতনা হয় হয় গণতন্ত্রের-চিৎকার অসহায় শিশুর মতো।
চিল শকুনের নখরে কেবলি কাঁদন ছোটে সংবিধানের
এখানে মুখোমুখি আপন বাক্যের যুদ্ধ আর অকল্যাণের বেসাতি।
তবু ক্লান্ত কৃষক এক গাল হেসে বলে ভালো আছি।
বি:দ্র: অন্তর্জালের নাগরিক বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.