সবর ও শোকর
সব মৌসুম শস্যের সোনায় গোলা ভরে তোলার নয় । কিছু মৌসুম তো পানি সিঞ্চনের; ভূমি কর্ষণের; নিখুঁত নিড়ানির ও পরিচর্যার। এই দিনগুলি খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টা পরীক্ষার, যখন আল্লাহ আপনাকে ঘিরে সিসি ক্যামেরা ফিট করে রাখেন। তিনি দেখতে চান, যখন আপনার ঘরে শস্যের সৌরভ নেই তখন আপনার মনোভাবটা কেমন? তিনি জানতে চান, আপনার ঈমানের অস্থি কতটা মজবুত, ধৈর্যের ত্বক কতটা টেকসই?
আবার কতক মৌসুম আছে যখন সময় শস্যের সৌন্দর্যে চোখ শীতল করার;
গায়ে ফসলের গন্ধ মেখে, চোখের তারায় আনন্দের ঝিলমিল নিয়ে শস্যের সোনায় গোলা ভরে তোলার। কিন্তু ফসল ঘরে তোলা শেষে যখন ক্লান্ত মানুষেরা, উড়ন্ত পাখিরা ঘুমের কোলে মাথা রাখে; রাত আর নীরবতা বাড়ার সাথে সাথে ক্রমে স্পষ্ট হয়ে উঠতে থাকে অদূরে পাহাড়ের গা বেয়ে নামা জলসংগীত, তখন আল্লাহ কী চান আমাদের কাছে? —তখন সময় তাঁর কৃতজ্ঞতার সাজদায় জমিনে মাথা রাখার।
এই যে ধৈর্য আর কৃতজ্ঞতার দুটো মৌসুম—এর উঁচুনিচু পথ ধরেই আমরা রওয়ানা করেছি ওপারের মঞ্জিলে।প্রতিটি মুহুর্তে মনে রাখতে হবে, দুঃখকষ্টের দিনগুলোতে যেমন পরীক্ষায় আছি, তেমনি সুখের দিনগুলোতেও পরীক্ষা থেকে মুক্ত নই আমরা। জীবনকে ঘিরে এই মহাসত্যের বাস্তবতাটুকু না বুঝতে পারলে আমরা নিশ্চিত এবং সম্পূর্ণত ব্যর্থ হবো।
সত্যি বলতে দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের জীবনটা হচ্ছে এক গভীর ভয়ানক খাদের মতো। মঞ্জিলে পৌঁছার উপায় হলো সবরের রশি আর শোকরের পাটাতনের ঝুলন্ত সাঁকো পেরোনো। আপনার জন্য “সবর ও শোকর” বইটি হতে পারে সেই অদৃশ্য ঝুলন্ত সাঁকো চিনে নেওয়ার প্রাকটিক্যাল গাইডবুক। হিজরী সপ্তম শতকের জ্ঞানের এক উজ্জ্বল নক্ষত্র ইমাম ইবনুল ক্বাইয়্যিম আল-জাওযিয়্যাহ রহি. বইটিতে একের পর এক ছবি এঁকে এঁকে দেখিয়েছেন সেই সাঁকোর নন্দিত কারুকাজ। ছবির মতো কথা নিয়ে জীবনের মাহফিলে ধৈর্য ও শোকরের তাৎপর্য বর্ণনায় লেখক মুখর হয়ে উঠেছেন পাঠেকের সাথে।
বি:দ্র: সবর ও শোকর বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.