মুক্ত বাতাসের খোঁজে বই নিয়ে কিছু কথা—
পর্ণ, পর্ণোগ্রাফি, ব্লু ফিল্ম ।
একটা অসুখ । প্রতিটা গোঁফের রেখা গজানো কিশোর মুখের দিকে তাকান, প্রতিটা উদ্দাম কলেজপড়ুয়া স্বপ্নবাজ তরুণ, ভার্সিটির চোখ নামিয়ে চলা প্র্যাকটিসিং ছাত্র, গালফোলা দুই বেনিওয়ালা বাচ্চা মেয়ে, জ্যামে ঝুলে থাকা প্রতিটি কর্মজীবীর গর্মাক্ত মুখের দিকে থাকান । বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি । এক কঠিণ দুরারোগ্য অসুখে ভুগছে প্রতিটি মানবসন্তান । অথবা যেকোনো সময় মহামারির গ্রাস হবার অপেক্ষায় । আপনার কেবল দাঁড়াতে শেখা মেয়েটার দিকে একটু তাকান । সদ্যভূমিষ্ঠ ছেলেটার দিকে তাকান । কি এক মড়কওয়ালা শ্মশান রেখে যাচ্ছেন তার জন্য
এখন টিক এই মুহূর্তটিতে আপনার জন্য সবচেয়ে জরুরি এই বই পড়া, অক্সিজেনের চেয়েও । বিশ্বাস করুন –হ্যাঁ আপনার শ্বাসের চেয়েও । আপনাকে বুঝতে হবে, আপনাকে জাগতে হবে; না হলে অনেক দেরি হয়ে যাবে । অনেক দেরি । আপনাকে স্মরণ করতে হবে, ‘‘আপনি একজন যোদ্ধা’’ । প্রবাহতাড়িত একটি ‘‘গড্ডল’’ না আপনি ।
একটু মনে করার চেষ্টা করুন, আপনি যুদ্ধ করার জন্যই জন্ম নিয়েছেন । আর এ যুদ্ধে আপনি জিতবেন, আপনাকে জিততে হবে । এ জয় ছাড়া আপনার হাতে আর কোন অপশন নেই । দমবন্ধ এই পৃথিবীতে আপনার খুঁজে নিতে হবে মুক্ত বাতাস । যেখানে চোখবুজে লম্বা শ্বাস টেনে নিলে নির্মল শীতল বাতাস পূর্ণ করবে আপনার প্রতিটি অ্যালভিওলাস ।
পরবর্তী প্রজন্মের অভিশাপের আর্তনাদ থেকে বাঁচতে আপনাকে নিশ্চিত করতে হবে তাদের অধিকার—একঝলক মুক্ত বাতাস । পর্ণোগ্রাফির শারিরিক ও মানসিক স্বাস্থ্যগত প্রলয়, এই ইন্ডাস্ট্রির নেপথ্যের কান্নার নৈঃশব্দ্য, মুক্ত বাতাসের যুদ্ধের প্রয়োজনীয় প্রশিক্ষণ –এ আয়জনে আমি অভিভূত ।
বইটি আমাদের সত্তার মানবীয় অংশটাকে জাগাক, অনুশোচনাই ‘‘অগ্নিদগ্ধ’’ করুক, চোখের পানি হৃদয় পোড়াতে নামুক । সে পোড়া ছাই থেকে ফিনিক্স পাখির মতো জন্ম নিক এক ‘‘যোদ্ধা’’, এক ‘‘আপনি’’।
[ মুক্ত বাতাসের খোঁজে বইটি পেতে এখনই অর্ডার করুন ইসলামিক বইঘর ডট কম এ]বি:দ্র: মুক্ত বাতাসের খোঁজে বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
মাইন উদ্দিন –
“মুক্ত বাতাসের খোঁজে।”
লজ্বা নয় জানতে হবে।
সমাজের ভয়ঙ্কর এক ব্যাধি নিয়ে সাহসী লিখার সমন্বয়ে অসাধারন একটি বই মুক্ত বাতাসের খোঁজে ?
পর্ণআসক্তির ধর্মীয়, সামাজিক ও শারীরিক সমস্যা ও এই সমস্যার সমাধান নিয়ে এই বইটি রচিত হয়েছে।
পরিবার ও ব্যাক্তিজীবনে মানুষ এই ব্যাধির মাধ্যমে কত বড় ক্ষতির মধ্যে রয়েছে,তা এই বই না পড়লে কেউ কল্পনাও করতে পারবে না!
বিবাহিত, অবিবাহিত যারা এই ব্যাধিতে আক্রান্ত তাদের কারনে তাদের জীবনের প্রতিটি পদক্ষেপে কেমন করে নেতিবাচক প্রভাব পড়ছে তা তারা কল্পনাও করতে পারবে না!
বইটি যেন পর্ণাসক্তির শারীরিক, সামাজিক, ধর্মীয় কুফল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে!
এই বইটা পড়ার পর যে কেউ এই নিন্দনীয় কাজ করার পূর্বে কয়েকবার ভাববে।
কারন একদিকে আল্লাহভীতি অন্যদিকে ব্যক্তিক কুফল!!
আসলে এই বই পড়ার পর যে কোন তরুণ/তরুণী এই ব্যাধিটি নিয়ে ২য় বার চিন্তা করবে।
প্রকৃতপক্ষে তারা এসব কাজ থেকে ফিরে আসতে পারবে।
তাই, রিকুয়েস্ট থাকবে তরুণ/তরুণী বিশেষ করে তরুণরা মাস্ট এই বইটি পড়বেন।
এককথায় অসাধারণ একটি যুগোপযোগী বই??
ধন্যবাদ #Ilmhouse প্রকাশনকে এইরকম সাহসী বিষয়ে বই পাবলিশে সহায়তা করার জন্য।?
www.amarmail0598 –
কয়েকদিন আগে আমার ফোনে নেট না থাকায়,খুব কাছের এক বড় ভাইয়ের ফোনটা নিলাম একটা তথ্য জানার জন্য। গুগল সার্চবারে সার্চ দিতে গিয়ে হিস্টরি সাজেশনে তে লেখা দেখলাম, অসংখ্য অশ্লীল সার্চ হিস্টরি,কাজ শেষ করে ভাইকে ফোনটা ফিরিয়ে দিলাম। পরে ভাইয়ের বাসায় একটা বই রেখে আসলাম ইচ্ছা করে।
কয়েকদিন ব্যস্ত থাকায় সপ্তাহ খানেক পর ভাইয়ের সাথে দেখা।ভাই দূর থেকে আমাকে দেখেই ছুটে এসে জড়িয়ে ধরলেন। তখনও আমি কিছু বুঝতে পারিনি।ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই কি হয়েছে!!
ভাই বললেন,”সুবাহানাল্লাহ,মুক্ত বাতাসের খোজ পেয়ে গেছি।”বুঝতে পেরে “আলহামদুলিল্লাহ” বলে আবার ভাইকে জড়িয়ে ধরলাম। এ এক অন্য অনুভূতি। এই অনুভুতি তোমরা বুঝবেনা,যারা এখনো সেই নিষিদ্ধ নীল অন্ধকারে ডুবে আছো।যারা এখনো এই মুক্ত বাতাসের খোজ পাওনি।
আমরা এমন এক সময় অতিবাহিত করছি যেসময় গল্প,উপন্যাস,ছন্দে,বিজ্ঞাপনে অশ্লীলতার মোড়কে আকর্ষনীয় করে উপস্থাপন করা হচ্ছে কিন্তু এসব থেকে বেচে থাকা, এসবের প্রতিকারকে এক প্রকার ট্যাবু বানিয়ে রাখা হয়েছে। এজন্যই আমাদের দেশে খুব কম আর্টিকেল,বই পাওয়া যায় পর্ণ,মাস্টারবেশন,বিকৃত সেক্সুয়াল মানসিকতা থেকে উত্তরণের পথ সম্পর্কিত। কিন্তু আপনি আমি চাইলেও এই ভয়ংকর সমাজ,পরিবার,ঈমান ধ্বংসকারী বিষয়কে এড়িয়ে যেতে পারবোনা না।কেননা আপনি যাদের কোমলতি,প্রচন্ড ভদ্র, হাসিখুশি উচ্ছল কিশোর-কিশোরী ভাবছেন তাদের ৮২% ই সুযোগ পেলে নিঃসঙ্গতা অবসার আসে, চুপি চুপি ডুবে যায় এই নিষিদ্ধ নীল জগতে। ৬২% স্কুলগামী কিশোর-কিশোরীরাই ক্লাস রুমে বসে পর্ন দেখে। উল্লেখ্য এটা ২০১২ সালের কথা, ৬ বছর পর এই হার হয়তো শতকের খুব কাছাকাছি।
বইটির উদ্দেশ্যঃঃ
আমাদের এই সমাজে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা এই মরণব্যধি পর্ণ আসক্ত সমাজের নীল অন্ধকারে আটকে থাকা হৃদয় গুলোকে প্রাণ ভরে মুক্ত বাতাসে নিশ্বাস নেয়ার সুযোগ করে দেয়া এবং উপলব্ধি করানো এই জীবনের উপভোগ্য কি।
বইটি থেকে যা যা পাবেনঃ
-আমাদের সমাজে পর্ণ এর বিস্তার কতটা ভয়াবহ,
-পর্ণ বা মাস্টারবেশন আসক্তির ফলে আমাদের সমাজে কি বিরুপ প্রভাব পড়ে।
-নীল স্ক্রিনে দেখা অশ্লীল চিত্রগুলা বাস্তবের সাথে কতটা সাদৃশ্যপূর্ন।
-পর্ণ আসক্তির কারণ।
-পর্ণ বা মাস্টারবেশন থেকে মুক্তির উপায়।
এছাড়াও আছে মুক্ত বাতাসের খোজ পাওয়া বেশ কয়েকজন ভাই-বোনের অভিব্যক্তি।
বিশেষ ভাবে বলবো বইটির সম্পদকের কথা ও অভিমত টুকু পড়বেন।অভিমতের মধ্যে একটা কথা ছিলো.. যারা বইটা পড়েননি, তাদের জন্য –
” এই মুহূর্তে বইটি পড়া আপনার কাছে শ্বাস নেয়ার চেয়েও জরুরী।” প্রকৃতপক্ষে বইটি এতই জরুরী আমাদের সবার জন্য।
উপলব্ধিঃআপনি আমি চেষ্টা করলে ইনশাআল্লাহ এই নীরব ঘাতককে আজ থেকেই প্রতিরোধ করতে পারি। এই সমাজের হাজারো প্রাণের অন্ধকার কোণায় আলোর পরিস্ফুটন ঘটাতে পারি।আমাদের জানতে হবে,জানাতে হবে এই আসক্তি কতটা ভয়াবহ এবং কতটা বিস্তৃত।আমার মনে হয় সবার সেলফে একটি ‘মুক্ত বাতাসের খোজে’ থাকা উচিত।কে জানে হয়তো আল্লাহর করুণায় কোন ভগ্নহৃদয়ী পেতেও পারে মুক্তির দিশা।
বইটির বিশেষ বৈশিষ্ট্যঃ
বইটির লেখা বেশ সহজ-সরল।আপনি যখন বইটি পড়বেন মনে হবে লেখক আপনার সাথেই কথা বলছেন।বইটিতে রয়েছে নির্মল সাহিত্য রসের কাব্যিক ছোয়া এবং যথেষ্ট তথ্যসূত্র সহ তথ্যবহুল বিভিন্ন ধরনের প্রয়োজনীয় তথ্য।
পরিশেষঃদিন দিন হারিয়ে যাচ্ছে কত শত প্রাণ,মলিন হচ্ছে কত সহস্র হাসিমুখ।এখনি সময় আমাদের এই শুষ্কপ্রাণে সজীবতা আনার।একটু সহানুভূতি, একটু উত্তরণের পথ,একটু ইচ্ছাশক্তই পারে আমাদের মুক্ত প্রাণের পথ দেখাতে।
“আর কতকাল পথ ভুল করে
হেটে বেড়াবে উদ্ভ্রান্তের মতো?
আর কতকাল?
তারচেয়ে বরং এসো খোলা জানালায়,
এক ঝলক ঠাণ্ডা বাতাস এসে শীতল পরশ বুলিয়ে দিবে তোমার স্নীগ্ধ মুখটাতে।
বাইরে চেয়ে দেখো,
ঝকঝকে রোদে ভেসে যাচ্ছে চারিদিক,
উঠোন কোণে পেয়ারা গাছটার পাতার আড়ালে
মিষ্টি সুরে গান গেয়ে যাচ্ছে বুলবুলি।
দূরের ওই আকাশে ডানা মেলেছে সোনালী ডানার চিল,
হাতছানি দিয়ে ডাকছে তোমায়,
যেন তুমি বেড়িয়ে পড়….
” মুক্ত বাতাসের খোজে”
বইঃ মুক্ত বাতাসের খোজে