দি সোর্ড অব আল্লাহ
(খালিদ (রা) এর সামরিক জীবন ও অভিযানসমূহ)
টগবগে যুব সমাজের সাহসী অনুসরণীয় আদর্শ “আল্লাহর তলোয়ার” উপাধিতে ভূষিত রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) প্রিয় সাহাবী খালিদ বিন ওয়ালিদ (রাদিআল্লাহু আনহু)। তিঁনি যেমনি আল্লাহর পছন্দের বান্দা ছিলেন তেমনি ছিলেন রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর প্রিয় সাহাবী। সৃষ্টির মালিক ব্যতিত কারো সামনে তিঁনি মাথা নুইয়ে দেন নি।তিঁনি ছিলেন বিজয়ী রণবীর, বীর মু জা হি দ যার সম্পূর্ণ জীবনটাই অতিবাহিত হয়েছে আল্লাহর পথে লড়াই করে।
যদিও তিঁনি আরাম আয়েশ করে জীবন পার করতেই পারতেন কেননা তাঁর বাবার ছিলো বিশাল প্রতিপত্তি কিন্তু মিথ্যে মোহকে ছুড়ে ফেলে সত্যের সন্ধানে নিজেকে বিলিয়ে দেন আল্লাহর কাছে। আল্লাহর ইচ্ছায় বেছে নেন একমাত্র পূর্ণাঙ্গ জীবন-ব্যবস্থাকে।
তিঁনি ছিলেন সেরা মিলিটারি কমান্ডার যিঁনি কোন যুদ্ধের ময়দান থেকে বিজয় ছাড়া ফিরেননি। এমন কি তৎকালীন বিশ্বের ক্ষমতাধরদের ভীত নড়িয়ে দিয়েছেন তিঁনি। টগবগে যুবক হওয়া সত্বেও সবসময় দ্বীনের বিজয় নিয়ে ভাবনায় মশগুল থাকতেন এমনকি মৃত্যু শয্যাতেও শহীদি মৃত্যুর ইচ্ছা ব্যক্ত করেছেন যে বছর যুদ্ধ করত্ব পারেন নি সেই বছর কে দ্যা ইয়ার অফ উইমেন বলে অভিহিত করেছেন। আল্লাহু আকবার। ময়দান হীন মৃত্যুর সম্মুখীন হয়ে আফসোস করেছেন। তিঁনি প্রকৃত বিজয়ী, তিঁনি আমাদের অনুসরণীয় আদর্শ আল্লাহর ওয়াদা সত্য। তিঁনি ছিলেন আল্লাহর তলোয়ার তাই তঁকে কেউ চুল পরিমান আচড় দিতে পারেনি। আল্লাহর তাঁর উপর সন্তুষ্ট হোক।
এতো বীরত্বের ইতিহাস ও অগনিত আদর্শ রয়েছে আমাদের। অথচ আজ আমরা শিশু থেকে বুড়ো সবাই হুশজ্ঞান হারিয়ে দিকবিদিকশুন্য ছুটে চলছি, আল্লাহর কাছে যাদের মূল্য শূন্য তাদেরকেই আইডল হিশেবে গ্রহন করতে মরিয়া হয়ে উঠছি। যারা আল্লাহর দ্বীনকে তুচ্ছতাচ্ছিল্য করে তাদেরকেই আদর্শ হিশেবে গ্রহন করতে ব্যকুলতা প্রকাশ করছি। আমাদের গায়রত উবে গেছে। আমাদেরকে পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় ভাবে সত্যিকারের হিরোদের গুরাবা করে ফেইক হিরোদের তুলে ধরে আদর্শ হিশেবে গ্রহন করতে বোঝা চাপিয়ে দিচ্ছে। সত্যিকারের বীরদের আদর্শের ছায়ায় বেড়ে উঠতে চাওয়া যুব সমাজকে চলমান সমাজের প্রতিটি ক্ষেত্রে অপমান অপদস্ত করা হচ্ছে। কিন্তু সমাজে যারা বিশৃঙ্খলা করে, অশ্লীলতা প্রচার প্রসার করে, হারামকে হালালকে তুচ্ছতাচ্ছিল্য করে, দ্বীন বিমুখ তাদেরকেই সাদরে গ্রহন করে নিচ্ছে। অথচ কখনোই এটা হবার ছিলোনা।
কেন এমনটা হচ্ছে? কিসের মোহ আমাদেরকে সত্য থেকে দূরে রাখছে?চলমান বিশ্বের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ঢুকেছে মিথ্যের কালো থাবা। এ থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। অন্য ভাইদেরকেও বেরিয়ে আনার চেষ্টা করতে হবে। ইন শা আল্লাহ মিথ্যের কালো অন্ধকার দূর হবে সত্যকে শক্ত ভাবে আকড়ে ধরার মাধ্যমেই। আর এই মিথ্যেকে টুকরো টুকরো করে পথ পাড়ি দিতে হবে সাহাবাওয়ালা ঈমানকে সাথে নিয়ে। আমাদের একমাত্র আদর্শ হবে আল্লাহর রাসুলের নির্দেশিত পথ ও পন্থা।
বি:দ্র: দি সোর্ড অব আল্লাহ বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.