উম্মতের তালিকায় নাম কাটা যাদের
বইয়ের সাইজ : ৪.৫*৭ ইঞ্চি
শেষ বিচারের দিনে আমাদের প্রিয়নবি মুহাম্মাদ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর উম্মতের বিশাল সংখ্যা নিয়ে গর্ব করবেন। কারণ, শেষ জমানার মানুষ হয়েও এই উম্মত থাকবে অন্য সবার চেয়ে এগিয়ে। জান্নাতেও যাবে সবার আগে। কিন্তু উম্মতের এই বিশাল তালিকায় থাকার যেমন সুযোগ আছে, তেমনি আছে ছিটকে পড়ার ঝুঁকিও। কী কী কারণে একজন মুসলিম সেই সুবিশাল দল থেকে বেরিয়ে যায়, নবিজি আমাদেরকে সেসব জানিয়ে গিয়েছেন। বিভিন্ন হাদীসের বই থেকে সেই হাদীসগুলোকে একত্র করা হয়েছে এ বইতে। নাম দেওয়া হয়েছে উম্মতের তালিকায় নাম কাটা যাদের।
তবে স্রেফ হাদীস উল্লেখ করেই দায় সারা হয়নি। হাদীসগুলোকে আনা হয়েছে গল্পের আকারে, কাহিনীর ভাঁজে ভাঁজে। একেকটি গল্পে একেক প্রসঙ্গের হাদীসগুলোকে একসাথে উপস্থাপন করা হয়েছে—যেন পাঠকের মনে সেসব হাদীস সহজেই গেঁথে যায়। গল্পের পরতে পরতে আছে আরও নানান প্রসঙ্গের ইঙ্গিত। সচেতন পাঠকের চোখে অনায়াসে তা ধরা পড়বে। এছাড়াও প্রতিটি গল্পের শেষেই আছে প্রাসঙ্গিক হাদীসগুলোর তালিকা—যেন এক ঝলক দেখলেই সবগুলো হাদীস মনে পড়ে যায়।
আমাদের কারও নামই যেন উম্মতের তালিকা থেকে কাটা না পড়ে, সেজন্য একটি রিমাইন্ডার হয়ে থাকুক এ বই।
উম্মতের তালিকায় নাম কাটা যাদের
বি:দ্র: উম্মতের তালিকায় নাম কাটা যাদের বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.