তাবেঈদের আলোকিত জীবন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:সৌভাগ্যবান তারা যারা আমাকে দেখেছে এবং আমার প্রতি ঈমান এনেছে। আর তারাও সৌভাগ্যবান যারা আমাকে দেখেছে তাদের থেকে যারা আমার কথা শুনে আমার প্রতি ঈমান এনেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদীসে বুঝাতে চেয়েছেন আমাকে যারা দেখেছে তাদের থেকে আমার কথা শুনে যারা আমার প্রতি ঈমান এনেছে তারাও সৌভাগ্যবান। এই গ্রন্থে সাত্রিশজন তাবেঈর জীবনী নিয়ে আলোচনা করা হয়েছে, তারা হলেন: আবু হানীফা রহ., ওয়াস কারনী রহ., হাসান বসরী রহ., সাঈদ ইবনুল মুসায়্যিব রহ., হুসাইন ইবনে আলী রহ., বিলাল ইবনে সাআদ রহ., মুসআব ইবনে যুবাইর রহ. ও উমর ইবনে আব্দুল আযীয রহ. এবং মুহাম্মাদ ইবনে সীরীন রহ. প্রমুখ। তাবেঈদের মর্যাদা প্রসঙ্গে নিম্নোক্ত হাদীসটিও বিশেষভাবে উল্লেখ করার মতো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, خَيْرُ النَّاسِ قَرْنِي ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ আমার উম্মতের মধ্যে সর্বোত্তম হচ্ছে আমার যুগের লোকেরা। তারপর তার পরের যুগের লোকেরা অর্থাৎ তাবেঈরা। এরপর তার পরের যুগের লোকেরা অর্থাৎ তাবে-তাবেঈগণ।
বি:দ্র: তাবেঈদের আলোকিত জীবন বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.