সূরা আসর সফলতার মাপকাঠি
যদি তাঁরা সূরা আসরের দিকে দৃষ্টি দিতেন, যদি তারা সূরাটি নিয়ে গভীরভাবে চিন্তা-ভাবনা করতেন তবে তাদের বুঝে আসত যে, কুরআন ঈমান, নেক আমল, পরস্পরকে সত্য ও ধৈর্য্যের উপদেশ দেওয়ার সমন্বিত পথকেই মুক্তির শর্ত বলে ঘোষণা করেছে। আমরা যদি সূরায় বর্ণিত চারটি শব্দের ওপর মনোযোগকে আবদ্ধ করি তবে দেখতে পাবো যে, তারা চারটি পৃথক পৃথক কোনো জিনিস নয় আর না চিকিৎসাবিদ্যার পথ্যের ভিন্ন ভিন্ন চারটি অংশ, বরং এ চারটি বিষয় একই রাস্তার চারটি নিদর্শন, চারটি ধারাবাহিক ক্রমধারা, একই পথের চারটি মাইলস্টোন (লক্ষ্য)। চারটি বিষয়ই মুক্তির জন্য আবশ্যিক, তারা পরস্পর যৌক্তিকভাবে অবিচ্ছেদ্য।
ঈমান নেক আমলের সূচনা, নেক আমল ‘তাওয়াসি বিল হাক’ এর অবতরণিকা, ‘তাওয়াসি বিল হাক’ ‘তাওয়াসি বিস সাবর’ এর পথনির্দেশিকা। ঈমান বিশুদ্ধ হলে আমল আবশ্যিকভাবেই বিশুদ্ধ হবে, নেক আমল নিশ্চিতরুপেই ‘তাওয়াসি বিল হাক’ এর জন্ম দেবে, আর ‘তাওয়াসি বিল হাক’ ‘তাওয়াসি বিস সবর’ এর উৎপত্তি ঘটাবে।
বি:দ্র: সূরা আসর সফলতার মাপকাঠি বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.