সন্তান: স্বপ্নের পরিচর্যা
নিকট অতীতে আমি দু’জন মানুষের মৃত্যু ও তাদের সন্তানদের প্রতিক্রিয়া একান্ত কাছে থেকে পর্যবেক্ষণ করেছি। প্রথম জনের সন্তানেরা এলাকায় বেশ প্রভাবশালী। ধর্ম-কর্মে আগ্রহ না থাকলেও পিতার ইচ্ছা ছিল মাসজিদের পাশে কবর নেওয়ার। সন্তানরা তাদের প্রভাব খাটিয়ে বাবার ইচ্ছা পূরণ করতে পেরে বেশ তৃপ্ত; যদিও সত্যিকারে বাবা উপকৃত হবেন এমন কিছু করতে তেমনটা দেখিনি কখনও।
বাবাকে কবরে রাখার পর ছোট ছেলে হাউমাউ করে বিলাপ করে বলছিল ‘আহারে আমার বাবা কেমনে এখানে থাকবে…’। পরদিন সকালে জিজ্ঞেস করলাম এশা ফজর পড়া হয়েছে কি না। মাথা নিচু, চুপচাপ। ভাড়াটে মৌলভী দিয়ে মিলাদ খতম দোয়াতেই তাদের বেশি তৃপ্তি।
আরেকটি মৃত্যু একান্তই নিকট আত্মিয়ের। অসাধারণ সৎগুণে গুণান্বিত ছিলেন ভদ্র মহিলা। তার মৃত্যুতে চোখ ভেজেনি এমন পরিচিতজন পাওয়া ভার। দুই ছেলের মা ছিলেন। বড় ছেলেটি খেতে বসে হুহু করে কেঁদে উঠল ‘ভাত দিয়ে সবসময় মা পাশে বসে থাকতেন’ বলে।
বুঝালাম এখন মায়ের জন্য সন্তানরাই সবচেয়ে বেশি উপকারে আসতে পারে; নেককার সন্তানদের দোয়া পিতামাতার খুবই প্রয়োজন। অনেকক্ষণ ভেবে-চিন্তে ছেলে আমাকে জিজ্ঞেস করল, দোয়া করার জন্য কি নামাজ পড়তেই হবে, নামাজ না পড়ে শুধু দোয়া করলে হবে না?
এবার মৃত নয় জীবিত মানুষদের সন্তানদের একটি ঘটনা শোনাই। দূরের নয় আমার নিজের বোনের। রাতে খুব অসুস্থ বোধ করছিল হঠাৎ, বুকে ব্যাথা। উঠে ওজু করে নামাজের হিজাবটা গায়ে জড়িয়ে বসেছিল। মৃত্যু হলে পর্দার সাথেই হোক।
তার দুই ছেলেকে ডেকে তুলল। দুটোই দীনী শিক্ষা লাভ করছে, একটি কুরআনের হাফেজ। ছেলেরা এসে কুরআন পড়ে বুকে ফুঁ দিল, তেল মেজে দিল। একটু ভালো বোধ করায় ঘুমিয়ে পড়েছিল। কিছুক্ষণ পর জেগে দেখে ছেলেরা তাহাজ্জুদ পড়ে মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করছে। ছেলেদের বয়স বেশি নয় বার পনের হবে হয়ত।
বাবা-মায়ের প্রতি ভালোবাসা সবারই থাকে—এমনকি পশু পাখিরও। এটা একটা প্রাকৃতিক ব্যাপার। কিন্তু বাবা-মায়ের জন্য সন্তান কী করবে; ইহকালে পরকালে সত্যিকার অর্থে সন্তান তাদের উপকারে আসবে কি না তা কেবল এই ভালোবাসার উপর নির্ভর করে না। এটা নির্ভর করে তাদের জ্ঞান, ধার্মিকতা ও ধর্মভিত্তিক পরিবেশ প্রতিবেশ ও প্রতিপালনের উপর
আপনি আপনার সন্তানকে কিভাবে গড়ে তুললে তারা সত্যি আপনার জীবনের সৌন্দর্য, বার্ধক্যের অবলম্বন ও পরকালের পাথেয় হতে পারে তা লিখেছেন মির্জা ইয়াওয়ার বেইগ সন্তান: স্বপ্নের পরিচর্যা নামক বইয়ে।
[ সন্তান: স্বপ্নের পরিচর্যা সিয়ান পাবলিকেশন এর ইসলামি বই টি পেতে ইসলামিক বইঘর ডট কম এ অনলাইন অর্ডার করুন এখনই।]বি:দ্র: সন্তান: স্বপ্নের পরিচর্যা বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
kymatun –
Best