শোনো হে মুসলিম তরুণ : জীবন সাজাও যৌবনে
হে তরুণ, তুমি কি ভুলের সমুদ্রে হাবুডুবু খাচ্ছ? গুনাহের ভারে ন্যুব্জ হয়ে পড়েছ? পাপ-পঙ্কিলতা আর হতাশার গহ্বরে পূর্ণভাবে তলিয়ে গিয়েছ? ঈমানের স্বাদ, আমলের তৃষ্ণা খুইয়ে ফেলেছ? নিজের মনকে নাপাক থেকে বিরত করে এক আল্লাহর জন্য একাগ্র করতে অপারগ হয়ে পড়েছ?
আধুনিকতার নামে নাপাকির জালে আবদ্ধ হয়ে গিয়েছ? পাশ্চাত্যের তৈরি করে দেওয়া ধ্বংসের নীলাভ নকশায় খেই হারিয়েছ? ভেতর থেকে নিজের অস্তিত্ব বিলুপ্তির গন্ধ পাচ্ছ? ভাবছ, বোধহয় তুমি আর পারবে না, তোমাকে আল্লাহ তার প্রিয় বান্দার তালিকায় আর অন্তর্ভুক্তি দেবেন না, পাপের বোঝা থেকে ক্ষমা দেবেন না।
হে তরুণ, তুমি ভুলের মাঝে আছ, তোমার চিন্তাধারা ভুল করেছে। তুমি কি জানো না, আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই? তিনি চাইলেই ক্ষমা করে দিতে পারেন কঠিন থেকে কঠিন গুনাহ। নীল দুনিয়া, মাদকজগৎ, নারীলিপ্সা—যত অন্ধকার জগতেই তুমি অভ্যস্ত হয়ে থাকো না কেন—তোমার রবের কাছে ফিরে আসো, ক্ষমা চাও তার কাছে। তিনি ক্ষমাশীল অত্যন্ত দয়ালু।
ড. হাসসান শামসি পাশার এই বইটি তোমাকে শেখাবে কীভাবে তুমি তোমার তারুণ্যদীপ্ত জীবন গড়বে। তারুণ্যের আভা ছড়িয়ে দেবে চতুর্পাশে। যৌবনকে মহিমান্বিত করে গুনাহমুক্ত জীবনযাপন করবে। যৌবনকে পবিত্রতার অলংকারে সজ্জিত করতেই অবগাহন করতে হবে মূল্যবান এ গ্রন্থটিতে।
বি:দ্র: শোনো হে মুসলিম তরুণ : জীবন সাজাও যৌবনে বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.