শোনো হে মুমিন
কুরআনুল কারিম আল্লাহ তা’আলা প্রদত্ত হিদায়াতনামা । যা তিনি মানুষের পথ প্রদর্শনের জন্য তাঁর প্রিয় রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি নাযিল করেছেন । যাতে মানুষ কুরআনের নিদের্শনা অনুযায়ী চলে এবং তার বিধানের অনুসরণ করে ।
কুরআনুল কারিমই হলো, উম্মাতে মুসলিমার প্রাণশক্তি । এ কুরআনের সাথেই তাদের শৌর্য-বীর্য, শক্তি-সামর্থ্য, জীবন-মরণ, মর্যাদা ও সম্মানের সম্পর্ক ।
কুরআনু কারিমের মাধ্যমেই উম্মাতে মুসলিমা জীবনীশক্তি লাভ করে, তাঁর অন্তর স্পন্দিত হয়, কুরআনের বাণীই তাকে আমলে নিয়োজিত করে । কুরআন ব্যতীত উম্মাতে মুসলিমা জীবনীশক্তিহীন এমন এক জড় পদার্থ হয়ে যায়, পৃথিবীর রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে যার কোনো অবদান ও ভূমিকা নেই ।
কুরআনু কারিম এমন এক নূর (আলোকবর্তিকা) যা মানুষকে সীরাতে মুস্তাকীমের রাহনুমায়ী করে বেহেশতে পৌঁছে দেয় ।
কুরআনুল কারিম মানুষকে কুফ্র, শিরক, বিদ‘আত ও অজ্ঞতার অন্ধকার থেকে বের করে ঈমান, তাওহীদ, সুন্নাহ্ ও জ্ঞানের আলোকিত ভুবনে এনে শ্রেষ্ঠত্বের মর্যাদায় উন্নীত করে ।
এজন্যই ইসলামের সূচনালগ্ন হতে আল্লাহর পথের সত্যিকারের পথিকগণ কুরআন নিয়েই ব্যস্ত থেকেছেন, এভাবেই জীবনকে মূল্যবান বানিয়েছেন । এতেই জীবনের সার্থকতা খুঁজে পেয়েছেন । কুরআনের ছায়ায় অতিবাহিত জীবনই উন্নতি ও সফলতা খুঁজে পায় । যাদের জীবন কুরআনুল কারিমের আলোকে যাপিত হয় তারাই পার্থিব ও পারলৌকিক উভয় জীবনে সফলতা লাভ করতে পারে ।
কুরআনুল কারিমে আল্লাহ তা’আলা বান্দাকে বিভিন্ন অভিধায় অভিহিত করেছেন, এর মধ্যে হতে বান্দার জন্য সবচেয়ে সম্মানজনক অভিধা হলো___
يَأَيُّہَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ
(হে ঈমানদারগণ)!
বান্দার জন্য এর চেয়ে সম্মানজনক সম্বোধন আর নেই । কুরআনুল কারিমে এ ধরনের আয়াতের সংখ্যা উননব্বই। এ সকল আয়াতের ব্যাখ্যা-বিশ্লেষণমূলক কিতাব আরব-অনারব উলামায়ে কেরামের অনেকেই লিখেছেন।
মাকতাবাতুল আশরাফ থেকে প্রকাশিত ‘শোনো হে মুমিন’ এ বিষয়ক বাংলা কিতাব । এ কিতাবের উপর আমল করে একজন মুমিন নিঃসন্দেহে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারবে ইন শা আল্লাহ ।
বি:দ্র: শোনো হে মুমিন বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.