সাপ্তাহিক নির্বাচিত বক্তৃতা
বক্তৃতা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। মানুষের অন্তরে জাদুর ন্যায় দ্রুত রেখাপাত করে। এর মাধ্যমে মানুষ অর্জন করতে পারে স্বাতন্ত্র্য ও বিশেষ মর্যাদা। মানুষের বহমান জীবনধারার সভ্যতা-সংস্কৃতি, আনন্দ-বেদনা, আবেগ-অনুভূতির সাবলীল প্রকাশ ঘটে বক্তৃতার মাধ্যমে। একজন বক্তা যত তাড়াতাড়ি মানুষের মন জয় করতে পারে, মনের গহীনে চলে যেতে পারে, অন্য কেউ অত তাড়াতাড়ি মানুষের মন জয় করতে পারে না।
এর প্রমাণ মিলে নবীজির জবান মোবারক থেকে উচ্চারিত বাণীর মাধ্যমে। নবীজি ঘোষণা করেন- নিশ্চয় বক্তৃতার মাঝে রয়েছে যাদুময় প্রভাব। তাইতো যুগে যুগে যত সফল আন্দোলন বা সমাবেশ হয়েছে তার মূল নেতৃত্বে ছিলেন প্রাঞ্জলভাষী বক্তাগণ। তাদের বক্তৃতায় অনুপ্রাণিত হয়ে মানুষ রাজপথে ঝাপিয়ে পড়েছে।
অনেক তালিবুল ইলম ভাইয়েরা এমন আছেন, যারা বিভিন্ন বিষয়ে পারদর্শী, বেশ দক্ষতা ও যোগ্যতার অধিকারী। কিন্তু তাদের বাকশক্তি দূর্বল থাকায় নিজের মনের ভাব জনসম্মুখে ফুটিয়ে তুলতে পারেন না। তাদের জন্য উচিত, এখন থেকেই বক্তৃতা চর্চা করা। যাতে নিজের ভিতরে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাকে ফুটিয়ে তুলতে পারেন। আদর্শ সমাজ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
বি:দ্র: সাপ্তাহিক নির্বাচিত বক্তৃতা বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.