সাম্রাজ্যবাদ ও মিশনারি তৎপরতা
পশ্চিমা সাম্রাজ্যবাদ দীর্ঘদিন ধরে প্রাচ্যের আকাশে গভীর কালো ছায়ার মতো বিস্তৃত হয়েছে—নীরবে ও ধীরে। শিক্ষা, চিকিৎসা, সমাজসেবার নামে তারা এসেছে—ধর্মের কথা বলেছে, কিন্তু সে-ধর্ম তাদের; সংস্কৃতির আলো ছড়িয়েছে, কিন্তু সে-আলো পাশ্চাত্যের। মিশনারিরা তাদের কলমে এঁকেছে ইসলামের বিকৃত এক ছবি, যার মধ্য দিয়ে ম্লান হয়েছে ইসলামি জীবন ও বিশ্বাসের দীপ্তি, হীনমন্যতায় পর্যবসিত হয়েছে মুসলিম সমাজ।
শুধু শব্দের কারসাজিতেই সীমাবদ্ধ থাকেনি মিশনারিরা—তারা বিদ্যালয় গড়েছে, হাসপাতাল খুলেছে, দাতব্য প্রতিষ্ঠানের ছদ্মবেশে ঢুকেছে মুসলিম জীবনের গভীরে। পশ্চিমা ভাবধারার বিষাক্ত প্রবাহ ধীরে ধীরে ঢেলে দেওয়া হয়েছে মুসলিম মানসে। মুছে ফেলা হয়েছে আত্মপরিচয়ের অনিবার্য রেখা।
এই বই সেই প্রবাহের বিরুদ্ধে একটি ছোট্ট প্রয়াস—একটি উদাত্ত আহ্বান। এই আহ্বান সচেতনতার, আত্মপরিচয় রক্ষার এবং ঐক্যবদ্ধ হওয়ার। পশ্চিমা মানবতাবাদের মুখোশ সরিয়ে তাদের আধিপত্য বিস্তারের পথচিত্র তুলে ধরা হয়েছে এখানে। একইসঙ্গে, জায়োনিজমের বিপদের কথাও বলা হয়েছে—যা শুধু মুসলিমদের জন্য নয়, বরং সমগ্র বিশ্বের ভারসাম্যের জন্যও বিপদজনক।
বি:দ্র: সাম্রাজ্যবাদ ও মিশনারি তৎপরতা বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.