সালাফদের থেকে আমরা কতদূরে?
বইয়ের পাতায় কিংবা কোনো লেকচার-বক্তব্যে যখন আমরা সালাফে সালিহিনের ঈমান-আমল-তাকওয়া-যুহ্দের গল্পগুলো পড়ি বা শুনি, তখন আমাদের দুনিয়ার প্রেমে আসক্ত মন প্রবঞ্চনা দেয়—“আরে তারা তো ছিলেন সাহাবা, তাবিয়ি, তাবে-তাবিয়ি; তাদের মতো কি আর আমরা হতে পারব?” অথচ, আমরা ভুলে যাই, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সাহাবাদের মতো করেই ঈমান আনতে বলেছেন। রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ তিন প্রজন্মকেই আমাদের জন্য আদর্শ হিসেবে উল্লেখ করেছেন।
সুতরাং, ব্যাপারটা তো এমন হওয়ার কথা ছিল যে, ঈমান-আমল-তাকওয়া-যুহ্দে হুবহু তাদের মতো না হলেও, অনুসারী হিসেবে অন্তত কাছাকাছি হবে আমাদের অবস্থান। কিন্তু আফসোস! এসব ক্ষেত্রে যেন তাদের থেকে আমাদের অবস্থানে যোজন যোজন দূরত্ব। ‘সালাফদের থেকে আমরা কতদূরে?’ বইটিতে সে-দূরত্বগুলোই তুলে ধরার চেষ্টা করেছেন লেখক। যাতে আমাদের ঘুমন্ত বিবেক জাগ্রত হয়। গাফিলতি ছেড়ে যাতে আমরা একটু সচেতন হতে পারি আসন্ন পরকালের ব্যাপারে। যেন দূরত্বগুলো ঘুচিয়ে, সালাফদের পথে চলে, জান্নাতের দিকে যেতে পারি জাহান্নামের কিনারা ছেড়ে।
বি:দ্র: সালাফদের থেকে আমরা কতদূরে? বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.