সাহাবিদের কারামত
আল্লাহ তায়ালা তার প্রিয় বান্দার সম্মান ও মর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যে কখনো কখনো তার মাধ্যমে অস্বাভাবিক, জটিল ও অলৌকিক বিভিন্ন জিনিস প্রকাশ করে থাকেন। পরিভাষায় এটাকে বলা হয় কারামত। যেমন পানাহার ব্যতীত একটা দীর্ঘ সময় পর্যন্ত আসহাবে কাহাফের ঘুমিয়ে থাকা। হযরত মারইয়াম আ.-এর স্বামী ছাড়াই সন্তান লাভ এবং তাঁর কাছে অমৌসুমি ফল থাকা ইত্যাদি।
নবি-রসুলদের থেকে অলৌকিক কিছু প্রকাশ পেলে, তাকে বলা হয় মোজেজা। আর নবির কোনো নেক ও সৎঅনুসারী থেকে অলৌকিক কিছু প্রকাশ পেলে, তাকে বলা হয় কারামত।
কারামত প্রকাশ পাওয়া কারও বুজুর্গ হওয়ার দলিলও নয়, বরং শরিয়তের ওপর চলা এবং সুন্নত অনুসরণই হলো প্রকৃত বুজুর্গির আলামত। হতে পারে কোনো ব্যক্তি আল্লাহর অলি, কিন্তু জীবনভর কোনো কারামত তার থেকে প্রকাশ পায়নি। এ কারণেই দেখা যায় যে, কত নেককার বুজুর্গ সাহাবি ও পূর্বসূরি অতিবাহিত হয়েছেন, যাঁদের জীবনে একটিও অলৌকিক ঘটনাও প্রকাশ পায়নি। কিন্তু কত জাদুকর এবং নষ্ট লোকের দ্বারাও অসংখ্য অস্বাভাবিক ঘটনা প্রকাশ পেয়েছে।
আবার আল্লাহ তায়ালা অনেক সাহাবী থেকেই বিভিন্ন সময় কারামতের প্রকাশ ঘটিয়েছেন। নিশ্চয় তার পেছনে আল্লাহ তায়ালার কোন হেকমত থেকে থাকবে। সাহাবিদের থেকে প্রকাশিত কারামতগুলো আমাদের ঈমানকে আরও শানিত ও তেজোদ্দীপ্ত করবে—সেই প্রত্যাশা থেকেই এই আয়োজন
বি:দ্র: সাহাবিদের কারামত বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.