কুরআনের মহিমা
হজরত সালেম রাদিয়াল্লাহু আনহু তিনি তার বাবা থেকে বর্ণনা করেন, নবি কারিম সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেবল দু’জন ব্যক্তির আমলের প্রতিই ঈর্ষা করা যায়। তাদের একজন এমন ব্যক্তি, যাকে আল্লাহ তায়ালা কুরআন শিক্ষা করার তৌফিক দান করেছেন; যার ফলে সে দিন-রাত কুরআন তিলাওতে মশগুল থাকে। আরেকজন হলো, যাকে আল্লাহ তায়ালা সম্পদ দান করেছেন, আর সে তা রাত-দিন আল্লাহর রাস্তায় খরচ করে।
সহিহ বুখারি : ৫০২৫, সহিহ মুসলিম : ৮১৫
বি:দ্র: কুরআনের মহিমা বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.