প্রিয় নবীর কান্না
উম্মতের জন্য প্রিয় নবীর কান্না, হযরত আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত,একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নোক্ত আয়াতখানা তিলাওয়াত করলেন,رَبِّ إِنَّهُنَّ أَضْلَلْنَ كَثِيرًا مِنَ النَّاسِ فَمَنْ تَبِعَنِي فَإِنَّهُ مِنِّي وَمَنْ عَصَانِي فَإِنَّكَ غَفُورٌ رَّحِيمٌ হে মালিক,এ সকল মূর্তি মানুষকে বিপথগামী করেছে। অতএব যে আমার পথের উপর চলবে সে আমার আর যে আমার অবাধ্যতা করবে,নিশ্চয়ই আপনি তো ক্ষমাশীল ও পরম দয়ালু।’ অতঃপর তিনি নিম্নোক্ত আয়াত তিলাওয়াত করতে লাগলেন,إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ যদি আপনি তাদের শাস্তি দান করেন,তা হলে তো তারা আপনারই গোলাম। আর যদি তাদের ক্ষমা করে দেন,নিশ্চয় আপনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। অতঃপর তিনি দু-হাত উপরে তুলে ধরলেন এবং বলতে লাগলেন,اللَّهُمَّ أُمَّتِي اللَّهُمَّ أُمَّتِي اللَّهُمَّ أُمَّتِي হে আল্লাহ,আমার উম্মত। হে আল্লাহ,আমার উম্মত! হে আল্লাহ,আমার উম্মত! ১. সূরা ইবরাহীম,আয়াত: ৩৬। ২. সূরা মায়েদা,আয়াত: ১১৮।
প্রিয় নবীর কান্না
বি:দ্র: প্রিয় নবীর কান্না বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.