উম্মু উমারা নুসাইবা বিনতে কাব রা.
একজন নারী, একজন মমতাময়ী মা—উম্মু উমারা নুসাইবা বিনতে কা’ব রাদিয়াল্লাহু আনহা। নারীত্বের অনুভূতি বুকে নিয়ে এসেছেন উহুদ যুদ্ধের প্রান্তরে। আহত যোদ্ধাদের সেবা আর পানি পান করানোর কাজটা করে যাচ্ছিলেন নিষ্ঠার সাথে। কিন্তু পালটে যাওয়া দৃশ্যপট অজান্তেই তাকে সংগ্রামমুখর করে তোলে।
নবীজির সুরক্ষায় মমত্বের খোলস ভেঙে তিনি অবতীর্ণ হন সাহসী এক বীরাঙ্গনার ভূমিকায়। তার ঐকান্তিক নিবেদন আর বীরত্ব দেখে পুলকিত হন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। না; একটুও বাড়িয়ে বলছি না। এই তো উচ্ছ্বসিত কণ্ঠে প্রিয় নবীজি বলছেন, ‘ডানে বামে যেদিকে তাকাই—দেখি উম্মু উমারা আমাকে নিরাপদ রাখার জন্য লড়াই করে যাচ্ছে।’ এমন আত্ম-উৎসর্গের পর পৃথিবীর ইতিহাসে রচিত হয়েছে একটি নতুন অধ্যায়; আর আমাদের এই বইতে কালের ভাষায় জীবন্ত হয়ে উঠেছেন একজন সাহসিনী উম্মু উমারা নুসাইবা বিনতে কা’ব রাদিয়াল্লাহু আনহা।
বি:দ্র: উম্মু উমারা নুসাইবা বিনতে কাব রা. বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.