নফস ও ইসলাহ
নফস শব্দটিকে যত সহজ মনে হয়, এত সহজ নয়। মানুষের আভ্যন্তরীণ শত্রু হচ্ছে তার নফস, আর বহিঃশত্রু হচ্ছে শয়তান। শয়তান এবং নফসের যুগপৎ আক্রমণে মানুষ বিপথে যায়, বিপাকে পড়ে এবং বিফল হয়। আখেরাতের চিন্তা ছাড়া দুনিয়াতে যাদের সফল মনে করে হয়, তারা মূলত নফসেরই গোলামী করে। শয়তান এতে ইন্ধন যোগায়।
মানুষের এই দুই শত্রুকে ইসলাম যেভাবে চিহ্নিত করে, অন্য কোনো ইজম বা ধর্ম তা করে না। ইসলামই মানুষকে আখেরাতের সফলতার কথা বলে, সেখানে তাকে হিসেবের মুখোমুখি হতে হবে―সফল হলে জান্নাতের সুসংবাদ, আর বিফল হলে জাহান্নামের ভয় দেখায়। মূলত আখেরাতের সফলতাই আসল সফলতা। এজন্য নফস ও শয়তানের বিরুদ্ধে আত্মাকে লড়তে হয়। এ লড়াই প্রক্রিয়াই ইসলাহ। সুতরাং আত্মার ইসলাহ বা পরিশুদ্ধি একটি অতি প্রয়োজনীয় জিনিস। এ গ্রন্থে আত্মার সংশোধন এবং এর শত্রুদের বিরুদ্ধে লড়াই করার উপায়-উপকরণ নিয়ে আলোচনা করা হয়েছে।
বি:দ্র: নফস ও ইসলাহ বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.