নফল ইবাদত (গুরুত্ব, ফযীলত,ও বিবরণ)
আমাদের সমাজে দু’ধরনের লোক দেখতে পাওয়া যায়। কিছু রয়েছে যারা নফল ইবাদতের প্রতি তেমন গুরুত্ব দেয় না, শুধু ফরজ ইবাদতই পালন করে থাকেন ও যথেষ্ঠ মনে করেন। আবার কিছু রয়েছে যারা নফল ইবাদত এতটাই গুরুত্ব দেয় যে, নফল ইবাদত করতে গিয়ে সীমা অতিক্রম করে ফেলে। আবেগবশত, মনগড়া, ইচ্ছানুযায়ী নফল ইবাদত করে সেগুলো রাসূল (সা;) হতে প্রমাণিত নয়। আর যে ইবাদত রাসূল (সা;) হতে প্রমাণিত নয় তা ইবাদতই নয়, তা অবশ্যই পরিত্যাজ্য।
মহান আল্লাহ তাআলা ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতেরই নির্দেশনা দিয়েছেন। রাসূল (সা;) নিজে নফল ইবাদত করতেন ও সাহাবীদেরকে উৎসাহিত করতেন। নফল ইবাদতের মাধ্যমেই বান্দা মহান আল্লাহর নৈকট্য হাসিল করে থাকে। বিচারের মাঠে নফল ইবাদত দিয়েই ফরজ ইবাদতের ঘাটতি পূরণ করা হবে।
যারা নফল ইবাদতে আগ্রহী, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে চান, সৎ আমলের বিনিময়ে জান্নাত ও আল্লাহর সাক্ষাত পেতে চান, তাদের জন্য আমার এ “কুরআন ও সুন্নাহর আলোকে নফল ইবাদত” বইটি সহায়ক হবে বলে মনে করছি। আর যারা নফল ইবাদতে অভ্যস্ত নয় তাদেরকে নফল ইবাদতে উদ্বুদ্ধ করতেও সহায়ক হবে ইনশা-আল্লাহ।
বি:দ্র: নফল ইবাদত (গুরুত্ব, ফযীলত,ও বিবরণ) বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.