নবিজির রাজনৈতিক জীবনসংগ্রাম
বৈশ্বিক রাজনৈতিক অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, কোনো শক্তিই পশ্চিমা আধিপত্যের অবসান ঘটাতে পারবে না। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সময়টাও ছিল ঠিক এমন সংকটময় অন্ধকারে নিমজ্জিত। কিন্তু নবিজি ইসলামের আলো দিয়ে পুরো আরব উপদ্বীপকে অন্ধকার থেকে বের করে এনেছিলেন এবং একটি আদর্শিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, যার ধারাবাহিকতা সাড়ে ১৩ শ বছর পর্যন্ত বহমান ছিল।
নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন কীভাবে রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামি জীবনব্যবস্থা বাস্তবায়ন করতে হয়। তিনি পারিবারিক, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং আন্তর্জাতিক সকল ক্ষেত্রে এ ব্যবস্থা বাস্তবায়ন করে গেছেন এবং উম্মাহকে তা পালন করার পথ দেখিয়েছেন।
আজকের পৃথিবী যখন সেকুলার-পুঁজিবাদী ব্যবস্থার অন্ধকার থেকে বের হতে চিৎকার করছে, এমন সংকটময় মুহূর্তে মুসলিমদের উচিত মানবজাতিকে ইসলামের আলোর দিকে পথপ্রদর্শন করা। আর নবিজির রাজনৈতিক চিন্তা, ধরন ও আদর্শকে সহজভাবে উপস্থাপন করতেই এ বইটি রচিত হয়েছে। ইসলামের রাজনৈতিক দর্শনকে যারা বুঝতে চান এবং নবিজির রাজনৈতিক আদর্শকে উপলব্ধি করতে চান, এমন সকলের জন্য এ বই অবশ্যপাঠ্য।
বি:দ্র: নবিজির রাজনৈতিক জীবনসংগ্রাম বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.