নির্বাচিত তাফসির সূরা ফাতেহা
সূরা ফাতেহা হলো কুরআনের সর্ব প্রথম সূরা। যা আমরা নামাজে সবাই পড়ে থাকি। প্রতিটা মুসলিমেরই এই সূরাটি সূখস্থ রয়েছে। কিন্তু আমরা কি এই সূরাটির মমার্থ জানি ? আমরা কি জানি এই সূরাটির মাধ্যমে আল্লাহ বান্দার সাথে কথাকপোথন করেন ?
এই সূরাটির মমার্থ যখন আপনি জানবেন, তখন নামাজের মজা বহুগুনে বেড়ে যাবে। এই লক্ষেই সব শ্রেনীর মানুষের জন্য সূরাটির তাফসির করেছেন এই সময়ে অন্যতম আলেমে দ্বীন, সময়ের সাহসী মানুষ ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসি হাফি: ।
বি:দ্র: নির্বাচিত তাফসির সূরা ফাতেহা বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
ahmadislamnibir –
কুরআন হচ্ছে আল্লাহ তায়ালার কালাম। অর্থাৎ, আল্লাহ তায়ালার কথা।
সরাসরি কথা। তিনি সুবহানাহু তায়ালা যেভাবে বলেছেন সেভাবেই এই কুরআন। যতই দিন যাবে কুরআনের নতুন নতুন ব্যাখা উন্মোচিত হবে। তাই আমাদের সকলের তাফসির পড়তে হবে,যাতে আমরা কুরআনকে আরো ভালোভাবে বুঝতে পারি। কঠিন তাফসিরগুলো আগেই না পড়ে নিজ মাতৃভাষায় রচিত সহজ তাফসির গুলো আমরা পড়ে দেখতে পারি। ড. এনায়েতুল্লাহ আব্বাসি(হাফি) হুজুরের লেখা এই নতুন তাফসির গ্রন্থটি আমাদের অন্যতম সংগ্রহ হতে পারে। আল্লাহ তায়ালা লেখককে উত্তম প্রতিদান দিন। তাকে হকের পথে চলার এবং হককে আরো ভালো করে বুঝার তৌফিক দিন।আমিন।