নারী সুফিদের জীবনকথা
বিশিষ্ট সুফি শায়খ আবু আব্দুর রহমান সুলামি ছিলেন হিজরি পঞ্চম শতকের একজন বিখ্যাত মুফাসসির, মুহাদ্দিস এবং তাসাউফ শাস্ত্রের ইমাম। সমসাময়িক আলিমদের মধ্যে লেখালেখিতে তিনি ছিলেন অগ্রণী। ইসলামি জ্ঞান-বিজ্ঞানের অনেক বিচিত্র, অভিনব ও মূল্যবান বিষয়ে তিনি কলম ধরেছিলেন। বিশেষ করে সুফিদের জীবন ও দর্শন নিয়ে লেখা তাঁর তাবাকাত শ্রেণির গ্রন্থগুলো অসাধারণ বৈশিষ্ট্যপূর্ণ।
নারীদের তাসাউফচর্চা সম্পর্কে ‘যিকরুন নিসওয়াতিল মুতাআব্বিদাতিস সুফিয়্যাত’ শায়খ সুলামির এক মৌলিক গ্রন্থ। তাঁর মা ও নানি- দুজনেই বড় মাপের সুফি ছিলেন। হয়তো তাঁদের দ্বারা প্রভাবিত হয়েই তিনি এ বিষয়ে লেখালেখি করেছেন। কারণ সমকালীন ও পূর্বযুগের লেখকদের এ বিষয়ে স্বতন্ত্র কোনো গ্রন্থের কথা জানা যায় না। নারীদের তাসাউফ চর্চার ক্ষেত্রে তাই গ্রন্থটি এক ঐতিহাসিক দলিল।
এ গ্রন্থে তাবেই যুগ থেকে শায়খ সুলামির যুগ পর্যন্ত মোট ৮০ জন নারী সুফির পরিচয়, আধ্যাত্মিক অবস্থা ও শিক্ষা তুলে ধরা হয়েছে। শায়খ সুলামি এ গ্রন্থটি না লিখলে হয়তো চিরকালের জন্যই তাঁদের অনেকের নাম হারিয়ে যেত। তাঁদের আধ্যাত্মিক মর্যাদা ও মুজাহাদা সম্পর্কে জানাও আর সম্ভব হতো না।অমূল্য এ গ্রন্থটি আসলে এতদিন লোকচক্ষূর অন্তরালেই ছিল।
বি:দ্র: নারী সুফিদের জীবনকথা বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.