নামাজ আনুগত্যের সর্বশ্রেষ্ঠ মাধ্যম
নামাজ : আনুগত্যের সর্বশ্রেষ্ঠ মাধ্যম’ নামক এই সংক্ষিপ্ত গ্রন্থটি আমার নিজের জন্য এবং আমার মুসলিম ভাইদের জন্য নামাজের প্রতি যথাযথ গুরুত্বারোপের ব্যাপারে এক মহা মূল্যবান উপদেশগ্রন্থ এবং নামাজের মধ্যে একাগ্রতা বৃদ্ধির এক অনন্য মাধ্যম ও গাইডলাইন। আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহে আমি এই গ্রন্থটি নিয়ে আশাবাী যে, তিনি আমাকে ও আমার মুসলিম ভাইদেরকে নামাজের প্রতি যত্নবান হওয়া এবং নির্ধারিত সময়ে নামাজ আদায় করার তাওফিক দান করবেন। নিশ্চয়ই নামাজ হলো ইবাতসমূহের মূল ও আনুগত্যতার মুখ্য বিষয়। ইসলামে ব্যক্তির মর্যাদাবান হওয়া, ব্যক্তির নামাজ আদায়ের সৌভাগ্য লাভের ওপর নির্ভরশীল। আর কেউ যদি ব্যক্তির দ্বীনদারি সম্পর্কে জানতে চায়, সে যেন ব্যক্তির নামাজের প্রতি লক্ষ করে।
আর নামাজ তাঁর নির্ধারিত সময়ই আদায় করা উচিত। কারণ, তাতেই নামাজের প্রতি প্রকৃত একাগ্রতা প্রকাশ পায় আর আল্লাহ তাআলার পূর্ণ হক আদায় হয়। কেননা, যে ব্যক্তি নামাজকে সংরক্ষণ করবে অর্থাৎ, সময় অনুযায়ী তা আদায় করবে, তাঁর নামাজ তাকেও হেফাজত করবে। অর্থাৎ, জাহান্নাম থেকে রক্ষা করবে।
হজরত হাসান বসরি রহ. বলেন, যখন তোমার নামাজ অবহেলিত হবে, তখন তা তোমাকে লাঞ্ছিত করবে।
বি:দ্র: নামাজ আনুগত্যের সর্বশ্রেষ্ঠ মাধ্যম বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.