কবি না কবিতা হবো
সবাই কবি হতে চায় কিন্তু আমাদের আসলে কবিতা হতে হবে । আলি মিয়া কবি না কবিতা ছিলেন, আনোয়ার শাহ কাশ্মিরী রহ কবি না, কবিতা ছিলেন তাইতো আমরা তাকে নিয়ে লিখি, তাকে পড়ি ।
সমাজের বুকে একজন আর্দশ হতে হবে । এরকম বার্তাই তিনি দিয়েছেন বইটিতে । একটি কথা তিনি বলেছেন—
একটা প্রস্তুতির কথা তাে বলেই ফেললাম। বিশদভাবে
বললে—শিক্ষা চিন্তা মনন বেশভূষা চালচলন ও আচরণে আমাদেরকে
প্রস্তুত হতে হবে।
শিক্ষাগত দিক থেকে তুমি একজন মাওলানা। কিন্তু উপরােক্ত গুণগুলােতে তােমাকে এতটাই উন্নতি করতে হবে,
এলাকারসাধারণ মানুষ তোমাকে দেখে তার ছেলে মাওলানা বানাতে
চাইবে। নিজে হতে পারে না দেখে আফসোস করবে।
কিন্তু অবস্থা যদি এমন হয়, তুমি এলাকায় হাটছে, আর তোমার।
জুব্বা স্ত্রী না করার কারণে কোমর পর্যন্ত উঠে আছে তাহলে।
কিন্তু হিতে বিপরীত হবে। মানুষ বিনা পয়সায় জাদুঘর দেখে
ফেলে। ছেলে-সন্তানকে মাদ্রাসায় দেওয়ার চিন্তা মাথা থেকে
চিরদিনের জন্য ঝেড়ে ফেলে ।
বি:দ্র: কবি না কবিতা হবো বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.