যেভাবে আত্মা শুদ্ধ করবেন
কলব এবং কলবের পরীক্ষা-নিরীক্ষা প্রসঙ্গে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ, এখন এক সময় চলছে, যখন বেশিরভাগ মানুষের কলব শক্ত হয়ে গেছে; ঈমান দুর্বল হয়ে গেছে; দুনিয়ার ব্যস্ততা সবাইকে ঘিরে ফেলেছে এবং মানুষ হয়ে পড়েছে আখেরাত বিমুখ।
এই যুগে আমরা দেখতে পাচ্ছি, মানুষের হৃদযন্ত্র-সংক্রমণের চিকিৎসায় অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। এমন কি সর্বশেষ আমরা শুনতে পাচ্ছি, হৃদযন্ত্রের প্রবৃদ্ধি এবং স্থানান্তরের কথাও। অথচ মানবদেহে সংক্রমিত রোগব্যাধির ক্ষেত্রে হৃদযন্ত্রের রোগ ও চিকিৎসা নির্ণয়ই সবচেয়ে বেশি জটিল। তবে আমরা এখানে দৈহিক রোগব্যাধি এবং হৃদযন্ত্রের প্রত্যক্ষ সংক্রমণ নিয়ে আলোচনা করব না।
আমরা এখানে আলোচনা করেছি কলবের সেইসব রোগব্যাধি নিয়ে, যেগুলো তাকে আল্লাহর দিকে ধাবিত হওয়ার ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষার আকারে আক্রমণ করে। আলোচনা করেছি কলবের সুস্থতা ও অসুস্থতার আলামত কী কী, তা নিয়ে। এই হৃদয়ের পরীক্ষার ক্ষেত্রগুলো কী কী, তাও তুলে ধরেছি।
যেভাবে আত্মা শুদ্ধ করবেন
বি:দ্র: যেভাবে আত্মা শুদ্ধ করবেন বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.