জান্নাতের পথের যাত্রী যারা
মুসলিম বলতেই জান্নাতের আকাঙ্ক্ষী। আর প্রত্যেক মানুষ চায় দুনিয়া ও আখিরাতে ভালো স্থানে থাকতে। সুন্দর জান্নাতের পথে এগোতে হবে আল্লাহর বিধান মোতাবেক নিজের জীবন পরিচালিত করে। আর ভোগ-বিলাসের স্রোতে গা ভাসিয়ে দিলেই পৌঁছে যেতে পারবেন জাহান্নামের অতল তলে। চিরশান্তির আবাস জান্নাতকে ঘিরে রেখেছে দুঃখ-কষ্ট, অভাব-অনটন, লাঞ্ছনা, গঞ্জনা, হাজারো ব্যথা-বেদনা। তাই তো জান্নাতের পথের যাত্রী যারা, তাদের জীবনেও আনন্দের চেয়ে বেদনা, হাসির চেয়ে কান্নাই বেশি দেখা যায়।
মুমিনের আসল ঠিকানা হলো চিরস্থায়ী জান্নাত। একজন প্রকৃত মুমিনের মন সদা জান্নাতে যেতে ব্যাকুল থাকে। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ঘোষণা করেছেন-
‘যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তারাই জান্নাতের অধিবাসী। তারা সেখানে চিরকাল থাকবে।’ সূরা বাকারা: ৮২
জান্নাতের অবস্থা কেমন হবে, জান্নাতের নিয়ামতরাজির বৈশিষ্ট্য কী এবং কিভাবে জান্নাতের পথের যাত্রী হওয়া যাবে এটা সকল মুমিন-মুসলমানের জানা উচিত। যাতে করে এসব জেনে সেগুলো পাওয়ার জন্য বেশি বেশি আমল করতে পারে। মানুষের অন্তরে যত কল্পনা হয়, চিন্তার যতটুকু শক্তি ও উদারতা রয়েছে, অন্তরের যত ব্যাপ্তি রয়েছে এগুলোর থেকে হাজারও কোটি বেশি বড়ো আল্লাহর নিয়ামত। কুরআন ও হাদিসে শুধু সামগ্রিক চিত্র বর্ণনা করা হয়েছে। জান্নাতের পথের যাত্রী যারা বইটিতে প্রথমে লেখক জান্নাতের বিশদ বিবরণ দিয়েছেন তারপর তিনি জান্নাতের পথের যাত্রী যারা তাদের আলোচনা করেছেন। বইটি পড়ে যে কেউ জান্নাতের পথের যাত্রী হওয়ার আশা পোষণ করবে এবং সে মোতাবেক আমল করবে।
বি:দ্র: জান্নাতের পথের যাত্রী যারা বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.