ইতিহাসের ছিন্নপত্র | বিশেষ সংকল- ০১
সাতচল্লিশ থেকে চব্বিশ। উপমহাদেশের আধিপত্যবাদী মুসলিমবিদ্বেষী সাম্প্রদায়িক শক্তি আর তার দেশীয় ক্রীড়নক ফ্যাসিস্ট সহযোগীদের বিরুদ্ধে নিপীড়িত মুসলমান জনগোষ্ঠীর এক নিরন্তর রক্তাক্ত সংগ্রাম।
শহিদ নজীর থেকে আবু সাঈদ। নিপীড়িত মুসলিম জনগোষ্ঠীর স্বতন্ত্র আবাসভূমি প্রতিষ্ঠার সংগ্রাম থেকে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অভ্যুত্থান পর্যন্ত হাজার তরুণের আত্মত্যাগের এক রক্ত পিচ্ছিল দ্রোহযাত্রা।
একদা সেই যাত্রাপথকে আলোকিত করে রেখেছিল যে অগণন অনামা শহিদ নক্ষত্রের দূরাগত আলোকরশ্মি, একদা যারা উজ্জ্বল আলোকবর্তিকার মতো জাজ্বল্যমান ছিল মুক্তিকামী মুসলমানদের চির অনুপ্রেরণার উৎস হয়ে, আধিপত্যবাদের তাঁবেদার শক্তি সুকৌশলে তাদের মুছে ফেলার চেষ্টা করেছে নিপীড়িত মুসলিম গণ-মানসের সামষ্টিক স্মৃতি থেকে। প্রজন্মের পর প্রজন্মকে দূরে সরিয়ে রেখেছে তাদের আত্মত্যাগের গৌরবোজ্জ্বল ইতিহাসের উত্তরাধিকার হতে। এভাবেই ধীরে ধীরে সময়ের ধূলিধূসরিত সেইসব শহীদের নাম ক্রমাগত হারিয়ে গেছে বিস্মৃতির অন্তরালে।
অতঃপর চব্বিশের প্রবল ঘূর্ণাবর্ত আধিপত্যবাদী সাম্প্রদায়িক অপশক্তির ফ্যাসিস্ট দোসরদের সাথে সাথে উড়িয়ে নিয়ে গেছে ইতিহাসের বুকে জমে থাকা গভীর ধূলির প্রলেপও। জাতি আবার মুক্ত হয়েছে মুসলিম আত্মপরিচয় আর জাতিসত্তাবিরোধী সেই অপশক্তির জোয়াল থেকে। আমরা আবার বিস্মৃতির অতল থেকে তুলে আনার সুযোগ পেয়েছি আমাদের আত্মপরিচয় আর স্বাধীন আবাসভূমি প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের ইতিহাস আর তার বিস্মৃত বীর নায়কদের গৌরবগাথাকে। শহী নজীর সেই বীর শহিদদের একজন।
আমাদের মুসলিম জাতিসত্তাকে, আমাদের আত্মপরিচয়ের অধিকারকে, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আধিপত্যবাদী সাম্প্রদায়িক শক্তির করাল থাবা থেকে মুক্ত রাখতে হলে আজ আমাদের প্রয়োজন আমাদের নিজেদের মুক্তি সংগ্রামের ইতিহাসকে আমাদের সামষ্টিক স্মৃতিতে জাগরূক রাখা আর আমাদের বীর শহীদদের আদর্শ, ত্যাগ আর স্বপ্নের অনুপ্রেরণায় আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করা।
আজ সে লক্ষ্যেই শহীদ নজীরের বিরাশিতম শাহাদাত বার্ষিকীতে উপমহাদেশের মুসলিমবিদ্বেষী সাম্প্রদায়িকতার ইতিহাসের পটভূমিকায় এই স্মরণিকা।
ইতিহাসের ছিন্নপত্র
বি:দ্র: ইতিহাসের ছিন্নপত্র | বিশেষ সংকল- ০১ বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.