ইসলামের মহানুভবতা
সার সংক্ষেপঃ সকল প্রসংশা আল্লাহর দ্বীন ইসলাম বতমানে অনেক বড় চ্যালেঞ্জ মুখোমুখি এর ভিত্তি ও মূল নীতিগুলার বিভিন্ন দিক থেকে আক্রমনের শিকার হচ্ছে আর এ কারনে সেটির ওপর সন্দেহের চোখ পড়ছে এবং এমন অপবাদ দেওয়া হচ্ছে যেগুলো থেকে দ্বীন ইসলাম পবিএ বোঝানো হচ্ছে ইসলাম হচে্ছ কঠোরতার জোরজবরদস্তির ধর্ম বিভিন্ন রাষ্টের জোরপূবক যুদ্ব ও শএুতা সেটির বৈশিষ্ট্য আর এ কারনে সুস্থ বিবেকসম্পন্ন লোকদের কাছে দ্বীন ইসলামে ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে ।
কিন্তু নিষ্টাবানগন জানেন যেগুলো বলা হয়েছে সেগুলো সবই দ্বীন ইসলামের ওপর অপবাদ ও মিথ্যাচার । ইসলাম হলো মানুষের জান মাল হেফাযত করা শান্তি বজায় রাখা আর ইসলাম কাউকে জোর করে না। নবী কারীম যুগ থেকে খোলাফায়ে রাশেদীন যুগ পযর্ন্ত সাক্ষ্য দিচ্ছে ইসলাম অমুসলিমদের সাথে কতটা উদার আচরন দেখিয়েছে । এ কিতাবের মধ্যে আমরা সেই ঘটনাগুলো ফুটেতোলা হয়েছে
বি:দ্র: ইসলামের মহানুভবতা বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.