ইসলাম ও মুক্তচিন্তা
সমাজ সংস্কার এবং সমাজের মানুষের পরস্পর সামাজিক সম্পর্ক স্থিতিশীল রাখতে ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে “আমরে বিল মারুফ” এবং নাহি আনিল মুনকার”। অল্পকথায় সত্যের বিকাশ ও মিথ্যার মূলৎপাটন করা। যদিও এই কাজটা কখন, কে, কিভাবে করবে এ নিয়ে বিবিধ ফিকহি আলোচনা আছে কিন্তু একে অস্বীকার করার উপায় নেই যে, ইসলামের আগমণই হয়েছে মিথ্যার দমনের জন্য। তবে এখানে দুটি গরুত্বপূর্ণ প্রশ্ন আছে। প্রথমত সত্য মিথ্যা নিরুপনের মানদণ্ড কী?, দ্বিতীয়ত মিথ্যা হলেই তা মুলৎপাটন করতে হবে এর পেছনের লজিক কী? মিথ্যার তো আছে নিজ নিজ চিন্তা চর্চার অধিকার।
এই যে, অধিকারের লিবারেল ধারণা এটাই “মুক্তচিন্তা’র উৎস। এটি এ সময়ে মানুষের চিন্তার জগতে ঝড় তোলা একটি পরিভাষা। বিদ্ধমান সমাজতত্তে ‘মুক্তচিন্তা’ চর্চা বলতে যা বুঝায় এককথায় তা হচ্ছে সমাজে যে কোন ধরণের ভিন্নমত চর্চার অধিকারের স্বীকৃতি দেয়া। যদিও সে ভিন্নমত হয় মিথ্যা, অনৈতিক, ঘোরতর পাপাচার।
দু:র্ভাগ্যজনক ব্যাপার হলো পশ্চিমা মানসে লালিত আধুনিক দাঈদের একটা বড় অংশ কুরআনুল কারীমের বেশ কিছু আয়াত পেশ করে প্রচলিত ‘মুক্তচিন্তা’ চর্চার অধিকারের পক্ষে ইসলামের ইতিবাচক অবস্থান তুলে ধরতে চেষ্টা করেন যা অত্যন্ত বিভ্রান্তিকর। এ অঞ্চলেও বেশ কিছু আলিম ও দাঈদের এমন তৎপরতা চোখে পড়ছে যারা প্রচলিত ‘মুক্তচিন্তার’ দর্শনকে ইসলামী করণের পক্ষে।
‘মুক্তচিন্তার’ পক্ষে মডারেট দাঈদের উপস্থাপিত প্রায় সবগুলো দলিল! ও দাবি সামনে রেখে এই বইয়ে ‘মুক্তচিন্তা’ চর্চা বিষয়ে ইসলামের সঠিক অবস্থান তুলে ধরার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি মুক্তচিন্তার পরিচিতি ও তার ইতিবৃত্ত তুলে ধরা হয়েছে। আমরা আশা করছি এতে ‘মুক্তচিন্তা’ চর্চার পক্ষে যারা কথা বলেন ও একে ইসলামী করণের প্রচেষ্টা করেন আমাদের এই প্রচেষ্টা তাদের দৃষ্টিভঙ্গিকে পূণঃর্বিবেচনা করতে সহায়তা করবে। আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ তায়ালা আমাদের হিদায়াতের উপর অটল রাখুন এবং ঈমানি দৃড়তা দান করুন।
বি:দ্র: ইসলাম ও মুক্তচিন্তা বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.