ইমান রক্ষার নীতিমালা
রাসূলুল্লাহ (ﷺ) বলেন, “তােমরা অন্ধকার রাতের টুকরােসমূহের মত (যা একটার পর একটা আসতে থাকে এমন) ফিতনাসমূহ আসার পূর্বে নেকীর কাজ দ্রুত করে ফেল। মানুষ সে সময়ে সকালে মুমিন থাকবে এবং সন্ধ্যায় কাফির হয়ে যাবে অথবা সন্ধ্যায় মুমিন থাকবে এবং সকালে কাফির হয়ে যাবে। নিজের দ্বীনকে দুনিয়ার সম্পদের বিনিময়ে বিক্রি করে দেবে।” (রিয়াদুস সালিহীন, হাদিস নং-৮৮)
আমরা আজ এমন একটা সময় পার করছি যখন চারদিকে শুধু অরাজকতা। ঘাের লাগা অন্ধকারে ছেয়ে গেছে আমাদের চারপাশ। অন্ধকার রাতের মতো একের পর এক ফিতনা গ্রাস করে নিচ্ছে আমাদের। দুর্বল করে দিচ্ছে আমাদের ইমানকে। ক্ষেত্রবিশেষে ইমান ছিনিয়েও নিচ্ছে। আমরা একদমই টের পাচ্ছি না। ওযু ভাঙার কারণগুলাে অনেকে জানলেও ইমান ভাঙার কারণ জানে খুব কম সংখ্যক মানুষই। ‘ঈমান রক্ষার নীতিমালা’ বইতে ইমান ভঙ্গের এমন দশটি কারণ আলোচনা করা হয়েছে। সেই সাথে প্রতিটি ব্যাখ্যা করা হয়েছে অত্যন্ত গোছানো ভাবে, জীবনঘনিষ্ট উদাহরণ দিয়ে।
বি:দ্র: ইমান রক্ষার নীতিমালা বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.