হুজুরের বউ
হুজুরের বউ বিশৃঙ্খল এই শহরে নারী অাজ বিচিত্র ভূমিকায় পন্য কেউ ব্যবহার করছে বিজ্ঞাপনে কেউ বা স্টেজে হাটিয়ে, অাবার কেই বা নারী শরীর পদর্শনীতে বানিজ্যে রয়েছে মতোয়ারা, এমনি নাজুক সমাজে বাস করে হাজারো অশ্লিলতার ভীড়ে যেসব নারীগন নিজেকে চিনতে পারবে সেই তো খোদাভীরু পবিত্র।
কেন নারী সৃষ্ট এ ধরায়?…
পৃথিবীর শুরু লঘ্ন থেকে অাজব্দি কারা দিয়েছে নারীর ন্যায্য অধিকার?.
প্রচলিত কূ-মতলবী নারীবাদীরা কি কখনো দিয়েছে নারীকে তার ন্যায্য অধিকার?… নাকি নারীকে দাবী অাদয়ের নামে রাজপথে নামিয়ে ছিনিয়ে নিয়েছে তার সর্বস্ব?….
নারীবাদীরা সম-অধিকারের মুল্যহীন নেশায় চিৎকার করে চলেছে, অথচ ১৪০০ বছর অাগে যখন নারীদেরকে মানুষই মনে করা হতো না তখনি পৃথিবীর শ্রেষ্ঠ মানব অালোর মশাল হাতে মানব কুল কে জানিয়েছেন নারীর সম্মানের ব্যপারে,, মানুষের দ্বারে দ্বারে জানিয়েছেন নারীর অগ্রাধিকারের বিষয়।
”’ইসলাম নারীকে দিয়েছে অগ্রাধিকার”’
অথচ কূ-রুচির বর্হিঃপ্রকাশে অগ্রাধিকারী নারীদের অাজ অগ্রাধিকারে অ-রুচি।
কুরঅান বিহীন সমাজ ব্যবস্থায় পাচ্ছে কি তারা নিজেদের কাঙ্ক্ষিত সম-অধিকার?…
এমন সমাজের মেয়েরা কতটুকু সুখে অাছে নিজের স্বামী সংসার নিয়ে?..
পারছে কি তারা সাংসারিক হতে?.
অস্তিত্ব হারাচ্ছেনা তো তাদের সংসার গুলো?..
এমনই প্রশ্নগুলোর সাথে অারো অনেক প্রশ্ন সংযোজনের উত্তর মিলবে বইটিতে।
বি:দ্র: হুজুরের বউ বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Alamgir Hossain Manik –
আমাদের সমাজের চারিদিকে কত ঘটনাই প্রতিনিয়ত ঘটে চলছে।কতশত নিউজ আমরা দৈনন্দিন জীবনে প্রত্যক্ষ করছি।অশান্তি,ঝামেলা এসব যেন প্রত্যেকটা পরিবারের একেবারে সহজাত একটা ব্যাপার।কিন্তু এটা মোটেও কোন ভালো জিনিস নয়।এইসব অশান্তির মূল সমস্যা কোথায়?
আল্লাহ পাক প্রথম আদি মানব আদম (আ) এবং হাওয়া (আ) এর মাধ্যমে পৃথিবীর বুকে মানবজাতির বংশবিস্তারের একটি ক্রমধারা ঠিক করে দিয়েছেন।নারী পুরুষের মাঝে প্রাকৃতিকভাবেই এক প্রকার আকর্ষণবোধও তিনিই সৃষ্টি করেছেন।নারী পুরুষের জৈবিক কিছু চাহিদা মেটানোর জন্য আল্লাহ পাক বিয়ের একটি হালাল পন্থা মানবজাতিকে অবলম্বনের সুযোগ করে দিয়েছেন।আর এই শেষ উম্মতকে ষ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পথপ্রদর্শনকারী হিসেবে প্রেরন করেছেন।তার দেখানো পথেই আমাদের জন্য রয়েছে কল্যান আর সফলতা।
যতদিন ধরে আমরা নবী করিম (সা) এর দেখানো পথ ধরে হেঁটেছি,তার সুন্নত মোতাবেক বিবাহের মাধ্যমে পরিবার গঠন করেছি ততদিন পর্যন্ত আমাদের সমাজব্যবস্থা সুন্দর সুচারুরূপে পরিচালিত করতে আমরা সক্ষম ছিলাম।কিন্তু যখন আমরা তার সুন্নত ছেড়ে দিয়ে,তার দেখানো পথকে দূরে নিক্ষেপ করে দিয়ে মানুষের মুখোশধারী কিছু শয়তানের পথে পা মাড়িয়েছি,শয়তানের প্রবৃত্তি অনুসরন করেছি তখন থেকেই আমাদের অধঃপতন শুরু।
আমাদের পূর্বসূরিরা কখনো তাদের বিবাহিত বৌকে কোন বেগানা পুরুষের সামনে উপস্থিত করা তো দূরে থাক তার কন্ঠনালীর আওয়াজ কেউ শ্রবন করবে সেটাও পর্যন্ত মেনে নিতে পারতো না।তাই তাদের স্বামী স্ত্রীর মাঝে আল্লাহ প্রদত্ত এক অসীম ভালোবাসা ছিল,মমতাবোধ ছিল,সম্মান ছিল।দুজন দুজনের প্রতি শ্রদ্ধাবোধ রেখে সারাজীবন পার করে দিতে পারতো।স্বামী তার স্ত্রীর পর্দার ব্যাপারে ছিল একেবারে নিশ্চিত আর স্ত্রীও তার স্বামীকে রাসূলের সুন্নতের ব্যাপারে সবসময় উৎসাহ যোগান দিত।হালকা কিছু মনোমালিন্য অবশ্যই থাকবে।কিন্তু তারা সেটা বেশিদূর অতিক্রম করতে দিত না।তাই তাদের জীবনে সংসার ভাঙ্গার চিত্র খুব কমই পরিলক্ষিত হয়েছে।
কিন্তু সময় পেরোনোর সাথে সাথে এই শ্রদ্ধাবোধও পাল্টিয়েছে।কোথায় রাসূলের সুন্নত গিয়ে ঠেকেছে আর কোথায় পর্দাপ্রথা?যুগের পরিবর্তনের সাথে গা ভাসিয়ে এমন এক গড্ডালিকাপ্রবাহে আমরা ভেসে যাচ্ছি যেখানে সমাজের একজনের উপর আরেকজনের কোন মূল্যবোধ নেই।স্বামী তার স্ত্রীর পর্দার ব্যাপারে উদাসীন।স্ত্রীও তার স্বামীকে সুন্নত মোতাবেক চলাফেরা করার মনোবল যোগাতে চায়না।কমে গেছে দুজনের মাঝে ভালোবাসা,মমতা।চির ধরেছে দুজনের বিশ্বাসের মাঝে।ফাটল ধরেছে তাদের সাংসারিক জীবনে।প্রথমত আমরা দ্বীন ইসলাম অনুসরন করা ছেড়ে দিয়েছি আর দ্বিতীয়ত যাচ্ছেতাইভাবে জীবনযাপন করছি।ফলে সমাজের মাঝে বাড়ছে বিবাহ বিচ্ছেদ,বেড়ে যাচ্ছে আত্নহত্যা করার সংখ্যা,বাড়ছে খুন হত্যা ধর্ষন।কিন্তু এসবের প্রতিকার কিসের মাঝে সেই সমাধানের পথ আমরা দ্বীন ইসলামের মাঝে না খুঁজে মানবরচিত বিধানের মাঝে খুঁজে ফিরি।তাই আমাদের সমাজের বুকে আজ এত অবক্ষয়।তাই পরিপুর্ন দ্বীন এবং রাসূলের সুন্নতের মাঝেই আছে এসবের সমাধান এবং পারিবারিক মূল্যবোধ অটুট রাখার জন্য রাসূলের অনুসরনের বিকল্প অন্য কোন পথ আর নেই।এতেই আছে ‘সিরাতুল মুস্তাকিমের’ পথ।
আসাদ –
বইটি ভাল লেগেছে
SK NIJAMUDDIN –
আসসালামুয়ালাইকুম
ভাই ,আপনারা যদি পশ্চিম বাংলা তে online store খুলেন তাহলে আমরা উপকৃত হয়
Yeasin Rahman –
ওয়ালাইকুম আসসালাম।
কুরিয়ারের মাধ্যমে সারা দেশে আমারা বই পাঠিয়ে থাকি।
হাফেজ মাওলানা মুহাম্মদ শফিকুল ইসলাম –
এটা অনলাইনে পড়বো কি ভাবে