হৃদয়ের কথা শুনিতে ব্যাকুল
হৃদয়ের কথা শুনিতে ব্যাকুল এমন এক সাক্ষাৎকারগ্রন্থ, যেখানে বর্তমান সময়ের প্রভাবশালী ৫ তরুণ লেখকের লেখালেখি ও সাহিত্যচিন্তা তুলে ধরা হয়েছে।
সাক্ষাৎকারগুলো আলাদা এই কারণে যে, সময় যেভাবে চলছে, সেই চলনময়তার মধ্য দিয়েই এই সাক্ষাৎকারের আয়োজন; অর্থাৎ ফেসবুক লাইভে গৃহীত সাক্ষাৎকারগুলো তুলে আনা হয়েছে তরুণদের প্রদত্ত স্বাভাবিক ভাষায়। সেই ভাষাকে পলিশ করে নতুন কোনো পোশাক বা কেতা, কিছুই দেওয়া হয়নি। অর্থাৎ যথাসাধ্য অক্ষুণ্ণ রয়েছে সাক্ষাৎকারগ্রহণকালীন সব কিছু। এমনকি দর্শকদের প্রশ্নও! তাই এর সবখানেই আছে নতুনত্বের রং ও দাগ, শোভা ও সুরভি, ভালো ও মন্দ।
সাইফ সিরাজ, সালাহউদ্দীন জাহাঙ্গীর, মুহিম মাহফুজ, সাবের চৌধুরী ও ইমরান রাইহান—বর্তমান সময়ের এই প্রভাবশালী ৫ তরুণের বিপরীতে ছিলেন লেখক ও সম্পাদক আহমাদ সাব্বির। প্রশ্নে ও উত্তরে সমসময়ের সাহিত্য, সময়, চিন্তা, লেখালেখির ভাবনা ও জার্নি নিয়ে এই কথোপকথন এতই উপযুক্ত, দরকারি, আন্তরিক ও উৎকৃষ্ট যে, এর তুলনা খুঁজে পাওয়া মুশকিল।
হৃদয়ের কথা শুনিতে ব্যাকুল
বি:দ্র: হৃদয়ের কথা শুনিতে ব্যাকুল বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.