হিসনুল মুসলিম ও সুন্নাহসম্মত ঝাড়ফুঁক
ইসলামের প্রধান দুই উৎস কুরআন ও হাদিসে মানবজীবনের যাবতীয় সমস্যার সমাধান রয়েছে। সেই সমস্যা ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় কিংবা দৈহিক বা আধ্যাত্মিক- যা-ই হোক না কেন। এই সমস্যাবলির মধ্যে প্রথমোক্ত সমস্যার সমাধান রয়েছে ইলমুল ফিকহ তথা ফিকাহ শাস্ত্রে। আর দ্বিতীয় প্রকারের সমস্যাবলির সমাধান রয়েছে ইলমুত ত্বিব্ব বা ইসলামি চিকিৎসা শাস্ত্রে। প্রথম প্রকার সমস্যাবলির সমাধান নিয়ে বহু গ্রন্থ রচিত হলেও দ্বিতীয় প্রকারের বিষয়ে লেখালেখি হয়েছে খুবই কম। আবার যা-ও বা হয়েছে, সেগুলোর মাঝে কুরআন ও সহিহ হাদিসকে একমাত্র রেফারেন্স হিসাবে ব্যবহার করার যে দায়বদ্ধতা সেটি খুব কমই সংরক্ষিত হয়েছে।
সেই শূন্যতা পূরণের জন্য এগিয়ে এসেছেন যেসব উম্মাহ-দরদি আলেম, তাঁদের মধ্যে ছিলেন আরববিশ্বের খ্যাতনামা আলেম শায়েখ সায়িদ ইবনে আলি ইবনে ওয়াহফ আল-কাহতানি (রহ.)। তাঁর রচিত হিসনুল মুসলিম বইটি সহিহ হাদিসভিত্তিক আমল-ওযিফা-যিকির শেখার জন্য সমগ্র মুসলিম বিশ্বেই ব্যাপকভাবে আদৃত ও নন্দিত। সুন্নাহসম্মত পদ্ধতিতে ঝাড়ফুঁক ও তদবির বিষয়ে তাঁর আরেকটি পুস্তিকা রয়েছে, যেটি আমরা প্রাসঙ্গিক কারণে হিসনুল মুসলিমের সঙ্গে যুক্ত করে দিয়েছি। কিতাব দুটির প্রতিটি আয়াত ও হাদিসের তাখরিজ ও তাহকিক করা হয়েছে, যার মাধ্যমে এটি এর অন্য সকল অনুবাদের তুলনায় এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত হয়েছে। অনুবাদের সঙ্গে-সঙ্গে পাঠকসাধারণের সুবিধার্থে উচ্চারণও যুক্ত হয়েছে। সুন্নাহভিত্তিক আমল-অযিফা শেখা এবং যাপিত জীবনের নানা সমস্যার সমাধানে বই দুটি আমাদের দৈনন্দিন জীবনের একান্ত সঙ্গী হয়ে উঠবে- ইনশা আল্লাহ।
বি:দ্র: হিসনুল মুসলিম ও সুন্নাহসম্মত ঝাড়ফুঁক বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.