হেদায়াতুন নাহু (আরবী-বাংলা)
ইলমে নাহুর প্রয়োজনীয়তা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-
تركت فيكم امرين لن تضلوا ما تمسكم بهما كتاب الله وسنة رسوله
আমি তোমাদের নিকট দু’টো বিষয় রেখে গেলাম। যতদিন তোমরা এ দু’টোকে আঁকড়ে ধরে রাখবে ততদিন কখনোও পথভ্রষ্ট হবে না। তা হলো আল্লাহর কিতাব এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কথা সর্বজনীন স্বীকৃত ও দিবালোকের ন্যায় সুস্পষ্ট যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মাতৃভাষা আরবী হওয়ায় তাঁর বাণী অর্থাৎ হাদিসের কিতাবগুলো রচিত হয়েছে আরবী ভাষায়ই। আর কুরআনুল কারীমের ভাষাও আরবী। সুতরাং কুরআনুল কারীম ও হাদিস শরীফ বুঝতে হলে আরবী ভাষা সম্পর্কে সম্যক জ্ঞান থাকা আবশ্যক। কোন ভাষা শিক্ষা করা নির্ভর করে উক্ত ভাষার ব্যাকরণ শাস্ত্রের উপর।
আর আরবী ভাষার ব্যাকরণ শাস্ত্রের দু’টি দিক রয়েছে একটি হলো নাহু অপরটি হলো সরফ।
বি:দ্র: হেদায়াতুন নাহু (আরবী-বাংলা) বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.