হে যুবক জান্নাত তোমায় ডাকছে
একজন মুমিন দুনিয়ার ক্যরিয়ার নয় আখিরাতের ক্যারিয়ার নিয়ে ভাবে
প্রিয় ভাই! যদি সত্যিকারের মুমিন হতে চান নিজের ক্যারিয়ার নয় দীনের ক্যারিয়ার নিয়ে ভাবুন। দীনচর্চা করে খ্যাতিমান হওয়ার লালসা পরিত্যাগ করুন। মনে রাখবেন, যতদিন দীন সম্মানিত হয় নি ততদিন কোনো দীনদার সম্মানিত হতে পারে না। যতদিন ইসলাম প্রতিষ্ঠিত হয় নি, কোনো মুসলিম প্রতিষ্ঠিত হতে পারে না। আপনি যদি দীনের বিশুদ্ধ আকিদা নিয়ে কথা বলেন, আপনি যদি সেই পরিপূর্ণ দীনের প্রচার করেন যেটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র হাতে মদিনায় প্রতিষ্ঠিত হয়েছিল, তবে প্রতিষ্ঠিত হওয়া আপনার পক্ষে সম্ভব নয়। তা-গু-ত ও তা-গু-তের দোসররা আপনার পিছু লাগবে। আপনার জীবনকে দুর্বিষহ করে তুলবে। সুতরাং দীনের জন্য কুরবানি দিতে আপনাকে সবসময় প্রস্তুত থাকতে হবে। হ্যাঁ, আপনি যদি তা-গু-তের নির্ধারিত সীমারেখায় দীন চর্চা করেন তবেই আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন।
বি:দ্র: হে যুবক জান্নাত তোমায় ডাকছে বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Rafikul Islam –
Wonderful