হাসান বসরী রহ. জীবন ও ঘটনা
সংক্ষিপ্ত পরিচিতি :
মুসলিম উম্মাহ যেসব মহামানব থেকে আধ্যাত্মিকতার সবক লাভ করেছে, যাদের সার্বিক পরিচর্যায় ইসলামের আধ্যাত্মিক শাস্ত্র পূর্ণ অবয়ব পেয়েছে, হাসান বসরী রহ. সেসব সাধক সফল কীর্তিমানের পুরোধা। তাঁর মায়ের সুবাদে তিনি রাসূলুল্লাহ সা.-এর প্রিয়তমা স্ত্রী উম্মে হাবীবা রা.-এর নূরানী ঘরে শৈশব জীবন কাটান।
হযরত উমর রা. এর চিবানো খেজুর রস তাঁর জীবনের প্রথম খাদ্য। যাঁর পাকস্থলীতে সর্বপ্রথম বরকতময় খাদ্যকণা প্রবেশ করে। উম্মুল মুমিনীন উম্মে সালামা রা. যাঁকে দুগ্ধপান করিয়েছেন। গবেষকদের মতে তিনি সত্তরজন বদরী সাহাবীসহ মোট ১৩০ জন সাহাবীর নূরানী সান্নিধ্য লাভ করে তাবেয়ী হওয়ার সৌভাগ্য অর্জন করেন।
সারা দুনিয়া এক নামে তাঁকে আধ্যাত্মিক সাধক হিসেবে জানলেও তিনি কিন্তু তাঁর জীবনের সোনালী তারুণ্যের অনেক অংশ সশস্ত্র জিহাদেও ব্যয় করেছেন। তিনি কোনো ক্ষমতাসীনের অন্ধভক্ত ছিলেন না। যেকোনও খলীফা, গভর্নর, প্রশাসকের অনুচিত ও অন্যায় কাজ দেখলে ভদ্রোচিত ভাষায় সমালোচনা করতেন। পাশাপাশি খলীফার অন্যায়-অত্যাচারের বিরোধিতা করতে অস্ত্র হাতে নেওয়ার মতো সন্ত্রাসী কর্মকা-ের ঘোর বিরোধী ছিলেন তিনি।
দুনিয়ার কোনও মূল্য ছিল না তাঁর কাছে। স্বর্ণমুদ্রা এবং রৌপ্যমুদ্রার কোনও দাম ছিল না। হাসান বসরী রহ. লোকদের উপদেশ দিতেন। তাদেরকে ওয়াজ-নসিহত শোনাতেন। তাদের কর্ণকুহরে দুনিয়ার প্রতি বিতৃষ্ণা ঢেলে দিতেন। তিনি সাদাসিধে জীবন যাপন করতেন। আখেরাতের পাথেয় যোগায় এমন সামগ্রী ব্যতীত অন্য কোনও সম্পদ তাঁর ঘরে ছিল না। তিনি নিজেকে শোভনীয় করেছিলেন ফযীলত ও মর্যাদার বিষয়াবলী দিয়ে। তাঁর বুকে ছিল অগণিত সুন্দর চরিত্রের সমাহার।
খুব ভাবুক ব্যক্তি ছিলেন হাসান বসরী রহ.। ছিলেন হৃদয়স্পন্দিত লোক। মনে সবসময় ব্যথা অনুভব করতেন। এমন চিন্তিত ছিলেন—কেমন যেন জাহান্নাম শুধু হাসান বসরীর জন্য তৈরি করা হয়েছে। তিনি লোকজনকে ভাবতে বলতেন। ব্যথিত হতে বলতেন। ভয়ভীতি একটি বিশেষণ। সেই গুণটি লোকজনের হৃদয়গ্রাহী করতে বলতেন। রাতের বেলায় নামাযে সময় অতিবাহিত করতেন। দীর্ঘ সময় ধরে কাঁদতেন।
ইসলামের আদর্শ প্রচারে তিনি ব্যয় করেছেন জীবনের বেশি অংশ। তাঁর বেশিরভাগ কথা ও আলোচনা হতো জ্ঞান ও উপদেশমূলক।
বিশুদ্ধ, প্রাঞ্জল ও সাবলীল ভাষায় অত্যন্ত বলিষ্ঠ ভঙ্গিতে তিনি মানুষকে উপদেশ দান করতেন। তিনি তাঁর বক্তব্যে নৈতিক ও আধ্যাত্মিক রহস্যাবলী ও বিধি-নিষেধ স্পষ্টভাবে তুলে ধরতেন। আরবী ভাষার উপদেশমূলক এমন কোনও গদ্য সাহিত্য পাওয়া যাবে না যাতে হাসান বসরীর উক্তি উদ্ধৃত হয়নি। তাঁর অনেক উপদেশ আরবী ভাষার বিভিন্ন প্রামাণ্য অভিধানে দৃষ্টান্ত হিসেবে স্থান লাভ করেছে।
বি:দ্র: হাসান বসরী রহ. জীবন ও ঘটনা বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
ahsan uddin –
খুব ভাল লাগল ৷
রহমান –
ওকে ভাল লাগ্লল