হাকিমুল উম্মত শায়খ আশরাফ আলি থানবি রহ. জীবন ও কর্ম
হাকিমুল উম্মাত শায়খ আশরাফ আলি থানবি (রহ.) ছিলেন হেদায়াতের উজ্জ্বল বাতিঘর। আল্লাহর কত যে পথহারা বান্দা সে আলোয় খুঁজে পেয়েছিলেন আলোকবর্তিকা, তা বলে শেষ করা যাবে না। সরল সত্য হলো—শায়খ-এর জীবন ও কর্মে আমাদের মতো পরবর্তীদের জন্যেও রয়েছে ইসলামের উজ্জ্বল পথনির্দেশ।
সে তাগিদেই শায়খ-এর বিশিষ্ট খলিফা খাজা আজিজুল হাসান মাজজুব চার খণ্ডের বিশাল জীবনীগ্রন্থ সংকলন করেন। পৃষ্ঠাসংখ্যা এক হাজারেরও অধিক। ওই বিশাল ও বিপুল তথ্যভাণ্ডারকে সংক্ষিপ্ত ক্রয়ার উদ্যোগ নেন পাকিস্তানের প্রখ্যাত লেখক ডক্টর গোলাম মুহাম্মাদ রহ.। তিনি শায়খ-এর জীবনচরিতের পুরোটাকেই এক খণ্ডে তুলে এনেছেন। এর বাইরে তিনি অন্যান্য উৎস ঘেটে প্রয়োজনীয় আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্যও সংযোজন করেছেন। রচনার পর মুফতি শায়খ শফি রহ., সাইয়েদ নদবি রহ. ও অধ্যাপক মাও. আব্দুল বারি নদবি সাহেব পাণ্ডুলিপির আদ্যোপান্ত পড়েছেন। তাঁরা স্বার্থক সংক্ষেপনের প্রশংসা জানিয়ে ব্যক্ত করেছেন। আলোচ্য গ্রন্থটি সেই গ্রন্থেরই বাংলা অনুবাদ।
বি:দ্র: হাকিমুল উম্মত শায়খ আশরাফ আলি থানবি রহ. জীবন ও কর্ম বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.