হাফেযে কুরআনের মর্যাদা
কুরআনুল কারীম মহান আল্লাহর অসীম ফযীলতপূর্ণ বাণী,এক অমূল্য রত্ন ভান্ডার। সৃষ্টির সেরা মানবকুলের হিদায়াত লাভের এক প্রদীপ্ত আলোকশিখা। সার্বজনীন এক জীবন বিধান। দুনিয়ার সফলতা ও কল্যাণ,আখেরাতের নাজাত ও মুক্তির শাশ্বত পথ- নির্দেশনা। যুগ যুগ ধরে যার হেফাযতের দায়িত্ব মহান আল্লাহ নিজেই গ্রহণ করেছেন। ইরশাদ হয়েছে,’আমি স্বয়ং কুরআন অবতীর্ণ করেছি এবং আমিই এর হেফাযতকারী।’ কুরআনুল কারীমের যেখানে তাওরাত ও ইঞ্জিলের আলোচনা এসেছে,সেখানে বলা হয়েছে,ইহুদী ও খ্রিষ্টানদের আল্লাহর গ্রন্থ তাওরাত ও ইঞ্জিলের হেফাযতের দায়িত্ব দেওয়া হয়েছে। এ কারণে যখন ইহুদি ও খ্রিষ্টানরা তা হেফাযতের দায়িত্ব পালন করেনি,তখন গ্রন্থদ্বয় বিকৃত ও পরিবর্তিত হয়ে বিনষ্ট হয়ে গেছে। পক্ষান্তরে কুরআনুল কারীমের হেফাযতের দায়িত্ব মহান আল্লাহ স্বয়ং গ্রহণ করেছেন। ফলে শত্রুদের শত ষড়যন্ত্র ও চক্রান্ত সত্ত্বেও এর একটি নুকতা বা যের-যবরে পরিবর্তন আসেনি। কুরআন নাযিলের পর থেকে এ যাবত চৌদ্দশত বছর অতীত হয়ে গেছে,স্বীয় ধর্মের বিভিন্ন ক্ষেত্রে মুসলমানদের ত্রুটি,উদাসীনতা ও অমনোযোগিতা সত্ত্বেও কুরআনুল কারীম মুখস্থ করার ধারা পৃথিবীর সর্বত্র পূর্বের মতোই অব্যাহত রয়েছে। প্রতি যুগেই লাখো লাখো; বরং কোটি কোটি মুসলমান,যুবক,বৃদ্ধ এবং বালক-বালিকা এই কুরআনকে বুকে ধারণ করছে। তাদের অসীম মর্যাদা ও ফযীলত সম্পর্কিত অসংখ্য উদ্ধৃতি বিদ্যমান। ‘মাকারিমুল হাফাযাহ’ হাফেযে কুরআনের সেসব মর্যাদা ও ফযীলত সম্পর্কিত কুরআন-হাদীসের সেই উদ্ধৃতিসমূহেরই একটি সংকলন। মর্যাদা ও ফযীলতের পাশাপাশি হাফেযে কুরআনের দ্বারা সংঘটিত কতিপয় চমৎকার ঘটনাও এতে উদ্ধৃত হয়েছে। আরও উদ্ধৃত হয়েছে হাফেযে কুরআনের করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ। আল্লাহ তায়ালা এর দ্বারা প্রতিটি মুসলিম সন্তানকে হাফেযে কুরআন হওয়ার তাওফীক দান করুন। পাশাপাশি এর সাথে সংশ্লিষ্ট সকলের নাজাত ও মুক্তির ব্যবস্থা করুন। আমীন।
হাফেযে কুরআনের মর্যাদা
বি:দ্র: হাফেযে কুরআনের মর্যাদা বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না

নবীজি (সা.) কেমন ছিলেন
জীবনের রংধনু
সুরা ইউসুফের পরশে
ইসলাম কিছু বিতর্কিত প্রশ্ন এবং ভ্রান্ত ধারণা
ওগো শুনছো
আপন আশ্রয়
আধুনিক জাহেলিয়াত
চোরা না শুনে ধর্মের কাহিনী 
Reviews
There are no reviews yet.